অধিনায়ক শান্তর ৭৬ নিয়ে ১৭১ রানে অলআউট বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

সেপ্টেম্বর ২৬, ২০২৩, ১১:৩৫ পিএম

অধিনায়ক শান্তর ৭৬ নিয়ে ১৭১ রানে অলআউট বাংলাদেশ

ছবি: ক্রিকইনফো

অধিনায়ক হিসেবে অভিষেকের ম্যাচে নাজমুল হোসেন শান্ত ৭৬ রানের ইনিংস খেললেন। সব উইকেট হারিয়ে দলের বাকি সবার রান মিলিয়ে ৩৪.৩ ওভারে ১৭১ রান করতে পারলো বাংলাদেশ।  

এই ম্যাচে হারলেই সিরিজ হাতছাড়া আর জিতলে ড্র।

হারলেই সিরিজ হাতছাড়া, জিতলে সিরিজে ড্র করার সুযোগ। এমন কঠিন সমীকরণের ম্যাচে মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ।

টসে জিতে ব্যাটিং নেয় টাইগাররা। অভিষেক ম্যাচে ১ রান করে ফিরে গেলেন জাকির হোসেন। স্কোর বোর্ডে ৮ রান যোগ করতেই সাজঘরে ফেরেন অন্য ওপেনার তানজিদ হাসান তামিম।

তারপর ১৭ বলে ১৮ রান করে দলীয় ৩৫ রানে ফেরেন তরুণ ব্যাটসম্যান তাওহিদ হৃদয়।

৩৫ রানে তিন উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যাওয়া দলকে খেলায় ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। চতুর্থ উইকেটে তারা ৫৯ বলে ৫৩ রানের জুটি গড়েন।

এরপর দলীয় ৮৮ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে ২৫ বলে ১৮ রান করেন মুশফিক।

দলের ব্যাটিং বিপর্যয়ে একাই লড়াই করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি ৮৪ বলে ১০টি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৭৬ রান করেন। এছাড়া ২১ রান করেন সাবেক মাহমুদউল্লাহ রিয়াদ।  ১৮ রান করে করেন তাওহিদ হৃদয় ও মুশফিকুর রহিম।

প্রসঙ্গত, তিন ম্যাচ সিরিজের প্রথম খেলাটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচে ২৫৫ রানের টার্গেট তাড়ায় বাংলাদেশ হারে ৮৬ রানে। 

Link copied!