বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অনিয়ম

২০২৩ বিশ্বকাপের টাকা এখনও ক্রিকেটাররা পায়নি!

স্পোর্টস ডেস্ক

আগস্ট ১১, ২০২৪, ০৩:৫৮ পিএম

২০২৩ বিশ্বকাপের টাকা এখনও ক্রিকেটাররা পায়নি!

বাংলাদেশ ক্রিকেট দল ২০২৩ সালের বিশ্বকাপে ৯টি ম্যাচ খেলেছে। সেমিফাইনালে যেতে পারেনি তারা। মজার ব্যাপার হচ্ছে সে বিশ্বকাপের টাকা এখনও ক্রিকেটাররা পায়নি! এমনটাই দাবি করেছেন সাবেক ক্রিকেট কর্মকর্তা দেবব্রত পাল। 

২০২৪ সালে যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেও শেষ করেছে বাংলাদেশ। সেখানে তারা ৭টি ম্যাচ খেলেছে মূল পর্বের। 

মিরপুরে এখন আগের কমিটির বোর্ড  পরিচালকরা আসেন না। পদবঞ্চিত সংগঠকরা এই পরিচালকদের পদত্যাগ দাবি করেছেন। সেখানে দেবব্রত জানান, আগের কমিটি অনেক অনিয়ম করেছে। এর মধ্যে বিশ্বকাপের টাকা পরিশোধ না করাটা গুরুতর। তিনি বলেন, ‘ আপনারা কি জানেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ হয়েছিল ভারতে। সেই ওয়ানডে বিশ্বকাপের টাকার জন্য আইসিসির সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে চুক্তি থাকে, তাতে ১৫ দিনের মধ্যে টাকা দেওয়ার কথা। এটা খেলোয়াড়দের মধ্যে বণ্টন হয়। সেই টাকা এখনো পর্যন্ত খেলোয়াড়দের দেওয়া হয়নি। ’ 

Link copied!