শ্রীলংকায় লঙ্কান প্রিমিয়ার লিগ খেলে বুধবার দেশে ফিরেছেন তাওহিদ হৃদয়। আর ফিরে জানান, সেদেশের মানুষ এখন তাকে চেনে। আর এজন্য বেশ রোমাঞ্চিত তিনি। সাকিব আল হাসানের বিপক্ষেও খেলেছেন তিনি। দেশে ফিরে সে রোমাঞ্চের কথা জানান হৃদয়।
কাল শ্রীলংকা থেকে ঢাকায় আসেন হৃদয়। তিনি বলেন,‘ আমার কোনো আফসোস কাজ করে না। যা হয়েছে ভালো হয়েছে। আমি পুরো টুর্নামেন্টের জন্যও যাইনি। ওরা মাঝে আমাকে অনুরোধ করেছে। কিন্তু থাকা হয়নি। আমি যা মনে করি, যেটা হয়েছে ভালোই হয়েছে। আমার জন্য নতুন একটা অভিজ্ঞতা ছিল। অনেক উপভোগ করেছি। অনেক কিছু শিখেছি। আশা করি সেটা সামনে কাজে লাগবে। আমি চিন্তা করেছি যে প্রক্রিয়ায় ছিলাম, সেটাতে থাকার। চেষ্টা করেছি যদি সুযোগ আছে (থাকে), তাহলে সেটা ভালোভাবে কাজে লাগানোর। আমি আমার পরিকল্পনায় থাকি। চেষ্টা করি বল ধরে ধরে খেলার জন্য।’
হৃদয় আরও বলেন, ‘সবসময়ই ভালো মুহূর্ত ছিল। প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে ট্রিট করেছে। আমি যে বাইরের কেউ, সেটা বুঝতে দেয়নি। থিসারা (পেরেরা) ছিলেন, মারিও ছিলেন, আমার সঙ্গে অনূর্ধ্ব-১৯ খেলেছে এমন কয়েকজন ছিল। আমার মনে হয়নি যে আমি ওখানে একা। সবসময় ওরা আমাকে সমর্থন করেছে। আমিও চেষ্টা করেছি আমার সেরাটা দেওয়ার।’