ক্রিকেট বোর্ডে জবাবদিহি চান ফাহিম

স্পোর্টস ডেস্ক

আগস্ট ১০, ২০২৪, ১২:০৮ পিএম

ক্রিকেট বোর্ডে জবাবদিহি চান ফাহিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোচ নাজমুল আবেদীন ফাহিম মনে করেন, সব কাজের জবাবদিহি দরকার রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে স্বচ্ছতা জরুরি বলে মনে করেন তিনি।

ক্রিকেট বোর্ডে পেশাদারিত্ব চান ফাহিম। তিনি বলেন, ‘ দিনশেষে আমরা অবশ্যই একটা বোর্ড চাই যেখানে জবাবদিহিতা থাকবে। আর ভাল একজন লিডার দরকার সেখানে। তার স্বপ্ন থাকতে হবে। বাংলাদেশ ক্রিকেটকে ওপরে নিয়ে আসবে সে এমন কাজ করতে হবে। সবচেয়ে বড় ব্যাপার স্বচ্ছতা ও জবাবদিহিতা দরকার রয়েছে।’

সাকিব আল হাসানের কি এখন খেলা উচিত এমন প্রশ্নের জবাবে নাজমুল আবেদিন বলেন,‘ নির্বাচক যদি মনে করেন সাকিবের খেলা উচিত অবশ্যই সাকিব খেলবে। আর সাকিবের সঙ্গে কথা বলার দরকার আছে। তার মত জানার দরকার আছে।’

সামনে পাকিস্তানের সঙ্গে টেস্ট। আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট শুরু হবে। ৩০ আগস্ট করাচিতে পরের টেস্ট ম্যাচটি রয়েছে।’

 

Link copied!