ফাহামিদুলের এখন আর দলে ফেরার সুযোগ নেই: কোচ কাবরেরা

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৯, ২০২৫, ০৪:৫০ পিএম

ফাহামিদুলের এখন আর দলে ফেরার সুযোগ নেই: কোচ কাবরেরা

ছবি: সংগৃহীত

ফাহামিদুল ইসলামকে ভারত ম্যাচের দলে ফেরানোর দাবিতে টিম হোটেলের বাইরে ফুটবল–সমর্থকদের বিক্ষোভ তখনো চলছে। এর মধ্যে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কোচ হাভিয়ের কাবরেরা সোজাসাপটা জানিয়ে দিলেন, এখন আর ফাহামিদুলকে ফেরানোর সুযোগ নেই। খবর প্রথম আলো।

যদিও গতকাল স্কোয়াড থেকে ফাহামিদুলকে বাদ দেওয়ার পর থেকে আন্দোলনে নামে আলট্রাসসহ বেশ কয়েকটি সমর্থক গোষ্ঠী। তাদের দাবি, যেভাবে ফাহামিদুলকে বাদ দেওয়া হয়েছে, সেটা মোটেও যুক্তিযুক্ত নয়। কোচের এমন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশের সাবেক ফুটবলাররাও।

সবশেষ গত রাতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মিডিয়া বিভাগ থেকে জানানো হয়, ফাহামিদুলের বাদ পড়া ইস্যুতে আজ বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠকে বসবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এত কিছুর মাঝে আজ রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে ফাহামিদুলের বিষয়ে প্রশ্ন করতেই কাবরেরা বলে দেন, ‘না, এখন আর তার দলে ফেরার সুযোগ নেই।’ তবে ফাহামিদুলকে বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ খেলোয়াড় হিসেবে দেখছেন এই স্প্যানিশ কোচ, ‘সে প্রতিভাবান ফুটবলার। আমি তাকে দলে নেওয়ার আগেও অনেক কিছু পর্যবেক্ষণ করেছি। আমি আবারও বলছি, তার আরও সময় প্রয়োজন। ভবিষ্যতে সে জাতীয় দলে খেলার যোগ্য।’

২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে আজ সন্ধ্যা সাতটায় কিংস অ্যারেনায় অনুশীলন সেশন রয়েছে বাংলাদেশ দলের। কাল শিলংয়ের উদ্দেশে রওনা দেবেন জামাল-হামজারা।

এর আগে ভারত ম্যাচের প্রস্তুতি নিয়েও কথা বলেছেন কাবরেরা। সৌদি আরবে ক্যাম্প করতে পেরে সন্তুষ্ট এই স্প্যানিশ কোচ বললেন, ‘আমাদের মনোযোগ এখন ভারত ম্যাচে। কীভাবে তাদের সামলাব, সেটা নিয়েই ভাবছি। সৌদিতে প্রায় দুই সপ্তাহের ক্যাম্প হলো। এটা আমাদের জন্য ইতিবাচক। ভারত চ্যালেঞ্জ নিতে সবাই মোটামুটি প্রস্তুত।’

ভারতও বসে নেই। তারা আজ সন্ধ্যা সাড়ে সাতটায় শিলংয়ের জহুরলাল নেহরু স্টেডিয়ামে মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। এ ম্যাচকে ভারতের কোচ মানোলো মার্কেজ বাংলাদেশ ম্যাচের প্রস্তুতি হিসেবেই দেখছেন, ‘এটা আমাদের জন্য এশিয়ান কাপের যোগ্যতা অর্জন ম্যাচের প্রস্তুতি। আমরা জিততে চাই। বাংলাদেশ ম্যাচের আগে এ ম্যাচ খেলে নিজেদের সেরা দলটা গুছিয়ে নিতে চাই।’

Link copied!