নারী ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর

ফিরলেন লতা

স্পোর্টস ডেস্ক

নভেম্বর ১৪, ২০২৩, ০৪:১০ পিএম

ফিরলেন লতা

দক্ষিণ আফ্রিকা সফরে সীমিত ওভার  সিরিজের জন্য নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 
দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ।
বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি। সদ্য ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলা দলটিই বহাল  রেখেছে নির্বাচকরা।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকা সফরের দল থেকে বাদ পড়েছেন পাকিস্তান সিরিজে স্ট্যান্ড বাই তালিকায় থাকা অভিজ্ঞ সালমা খাতুন। আর ফিরেছেন লতা মন্ডল। 
বাংলাদেশ দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শামীমা সুলতানা, মুর্শিদা খাতুন, সোবনা মোস্তারি, ফারজানা হক পিংকি, লতা মন্ডল, ঝর্ণা আক্তার, রিতু মনি, শোরিফা খাতুন, সুমাইয়া আক্তার, রাবেয়া, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, দিশা বিশ্বাস।
স্ট্যান্ড বাই : শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মাগলা, ফারিহা ইসলাম তৃষ্ণা, নিশিতা আক্তার নিশি।

Link copied!