আর্জেন্টিনার সমর্থকেরা কীভাবে ব্রাজিলে মার খায় তার একটা উদাহরণ দেখা গেল: মেসি

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২২, ২০২৩, ০৯:৪৫ পিএম

আর্জেন্টিনার সমর্থকেরা কীভাবে ব্রাজিলে মার খায় তার একটা উদাহরণ দেখা গেল: মেসি

দুই দেশের সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়।

ব্রাজিল-আর্জেন্টিনা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের হাইভোল্টেজ ম্যাচ। ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে  পুলিশের সঙ্গে আর্জেন্টিনার সমর্থকদের মারামারি হওয়ায় ম্যাচ বন্ধ থাকে ৩০ মিনিট।

দক্ষিণ আমেরিকান ফুটবলের দুই শক্তিশালী দেশের মধ্যে বহুল প্রত্যাশিত ম্যাচটি সকাল ৬ টা ৩০ মিনিট থেকে শুরু হওয়ার কথা ছিল। ব্রাজিল এবং আর্জেন্টিনার ফুটবলাররা নিজ নিজ দেশের জাতীয় সঙ্গীত গাইতে লাইনে দাঁড়িয়েছিলেন। সে সময়ই স্টেডিয়ামের গ্যালারিতে থাকা দুই দেশের সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়। একে অপরের দিকে বিভিন্ন জিনিসপত্র ছুড়ে মারতে শুরু করেন। যা দেখে হতবাক হয়ে যান দুই দেশের ফুটবলাররাই। এরপর  লাঠিচার্জ শুরু করে পুলিশ। যার ফলে শুরু হয় ত্রিমুখী সংঘর্ষ।  স্থানীয় পুলিশ মাঠের এক প্রান্তে থাকা আর্জেন্টিনার সমর্থকদের লাঠিপেটা করতে শুরু করে। এতে দুই দলেরই বহু সমর্থক আহত হন। সেই ছবিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।

একটি ভিডিওতে দেখা যায়, নিজ দেশের সমর্থকদের বাঁচাতে ব্রাজিল সমর্থকদের দিকে তেড়ে যাচ্ছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টনেজও। শেষমেষ এর প্রতিবাদে দলবল নিয়ে মাঠ ছেড়ে যান মেসি। ম্যাচের পর তিনি দোষ চাপিয়েছেন ব্রাজিলের পুলিশের উপরেই। জানিয়েছেন, আর্জেন্টিনার সমর্থকেরা কীভাবে ব্রাজিলে গিয়ে মার খায় তার আর একটা উদাহরণ দেখা গেল।

ম্যাচের পর এক ইনস্টাগ্রাম পোস্টে মেসি লিখেছেন, “মারাকানায় দারুণ একটা জয় পেলাম। কিন্তু ব্রাজিলে গিয়ে আর্জেন্টিনার সমর্থকদের মার খাওয়ার আরও একটা ঘটনার জন্যেই এই ম্যাচটা মনে থাকবে। কোনও ভাবেই এটা মেনে নেওয়া যায় না। এখনই এ সব বন্ধ করা দরকার।” 

Link copied!