তামিম ইকবাল এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গী হতে পারেন তানজিদ হাসান তামিম। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য তিনি। এশিয়া কাপের ক্যাম্প শুরু হয়েছে। কেমন প্রস্তুতি হলো সেটা নিয়ে কথা বলেছেন। তিনি জানান, তামিম ভাইয়ের খেলা দেখে বড় হয়েছি। আর বিশ্বকাপ জয় স্বপ্ন ক্রিকেটারের।
মিরপুরে অনুশীলন শেষে কথা বলেন এই ওপেনার। তিনি বলেন,‘ আমরা যেটা অর্জন করছি, সেটা তো এখন অতীত। সবার মধ্যে এখন একটাই কথা, একটা স্বপ্ন যে বড়দের হয়ে বিশ্বকাপ জেতা। সবারই যখন দেখা হয়, সামনে যেহেতু বিশ্বকাপ, একটা জিনিসই মাথায় কাজ করে, আমরা এশিয়া কাপ যত টুর্নামেন্টই খেলি না কেন, ব্যাক অব দ্য মাইন্ডে কিন্তু ওয়ার্ল্ড কাপ থেকেই যায়। ইনশা আল্লাহ চেষ্টা করব এবার। যদি কপালে থাকে, ইনশা আল্লাহ হয়ে যাবে।’
তামিমের প্রসঙ্গ এসেছে। এ ব্যাপারে তানজিদ বলেন,‘ ‘দেখুন এই কথা আমি অনেক আগে থেকে শুনছি। সত্যি কথা বলতে ছোট বেলায় উনার খেলা দেখে বড় হয়েছি। খেলা দেখার অনুপ্রেরণা পেয়েছি উনার নামের সঙ্গে আমার নামের মিল থাকায়। এ জন্য ছোট থেকে তাঁর খেলা দেখা হয়েছে বেশি। উনি আমাদের জন্য আইডল, সবার জন্য। ওনার খেলার দেখে অনেক কিছু শেখার চেষ্টা করি। কিভাবে সবকিছু নিয়ন্ত্রণ করে, কোন অবস্থায় কীভাবে খেলবে। অবশ্যই তিনি একজন অনুপ্রেরণা। যখন ওনার সঙ্গে দেখা হয় কথা হয়, সব বিষয়ে।’