অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১ নভেম্বর আইসিসি ক্রিকেট বিশ্বকাপের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। ৮ ম্যাচের মধ্যে ২টিতে জিতেছে টাইগাররা। আফগানিস্তান ও শ্রীলংকার বিপক্ষে এসেছে জয়। সাকিব শেষ ম্যাচ খেলবেন না। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। সেখানে তিনি জানান, বাংলাদেশ তাদের সেরাটা দিতে পারেনি।
অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে কথা হয়েছে। বাংলাদেশের টিম ডিরেক্টর সুজন আফগানিস্তানের ম্যাচে হার না মানা ২০১ নিয়ে বলেন,‘ এটা অবিশ্বাস্য ইনিংস। এটা শুধু বাংলাদেশের ক্রিকেটারদের না সারা বিশ্বের অনুপ্রেরণা পাওয়ার কথা। কত বছরে একবার এমন হবে সেটা আল্লাহ জানে। দুইশ হয়ত অনেকেই মারবে কিন্তু এই কন্ডিশন থেকে, এই ক্রাইসিস থেকে, নিজের ইনজুরি নিয়ে। আমি যদি ভুল না করি দলের যখন ১০৫ রান লাগে তার মাঝে ওই ১০১ করল। দুইশ রানের মাঝে কামিন্সের ১২ রান। কিন্তু কামিন্সের ইনিংসটাকেও ছোট করে দেখা যাবে না। সে যেভাবে তাকে গাইড করেছে সেটা দারুণ।’
বাংলাদেশ অস্ট্রেলিয়ার ম্যাচে ভাল করতে চায় জানান সুজন। তিনি এ ব্যাপারে বলেন,‘ আমরা আমাদের সেরা ক্রিকেটটা এখনও খেলতে পারিনি। শ্রীলঙ্কার সাথে ম্যাচ জিতেছি কিন্তু আমার মনে হয় সেরাটা এখনও বাকি। হয়তবা হারতে পারি, হারা, জেতার কথা বলছি না একবারও। আমি মুখিয়ে আছি আমাদের সেরা খেলাটা দেখার জন্য। আমি আশা করি শেষ ম্যাচটায় আমরা সেরা খেলা খেলব। হারা, জেতা কোন ব্যাপার না। কারণ আপনি হারতেই পারেন ওদের যে ফর্ম, ওরা কালকে যে ম্যাচ জিতল। এটা আপনাকে মানতেই হবে। একটা ম্যাচ জেতায় আমাদেরও ড্রেসিং রুমের পরিবেশটা পরিবর্তন হয়েছে।