আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে বিসিবি পরিচালকের পদ হারাচ্ছেন ইসফাক

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৭, ২০২৫, ১২:৪৬ পিএম

আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে বিসিবি পরিচালকের পদ হারাচ্ছেন ইসফাক

ছবি: সংগৃহীত

গতকাল বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনে ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। আর জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কোটায় মনোনীত হয়েছেন দুই পরিচালক। যেখানে বিসিবির পরিচালক হয়েছেন দুই ব্যবসায়ী ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। কিন্তু ২৪ ঘণ্টা না যেতেই জাতীয় ক্রীড়া পরিষদ ইউটার্ন নিচ্ছে।

আওয়ামী লীগ সংশ্লিষ্টতার কারণে ইসফাক আহসানের বিসিবি পরিচালকের মনোনয়ন প্রত‍্যাহার করতে যাচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ। এই সিদ্ধান্তের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এনএসসির নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম। তিনি জানিয়েছেন, ইসফাক আহসানকে ঘিরে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার যে বিতর্ক তৈরি হয়েছে, সে কারণে আজকেই তার পরিচালক পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হবে। 

গতকাল এনএসসি কোটা থেকে দুজনের বিসিবির পরিচালক হওয়ার পর থেকেই আলোচনা শুরু হয়। কারণ এনএসসি থেকে মনোনীত হওয়া ইশফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক এই দুজনের কেউই ক্রিকেট বা ক্রীড়াঙ্গনে তেমন পরিচিত মুখ নন।

এমন আলোচনার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসফাক আহসানের আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি প্রকাশ্যে আসে। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বর্তমানে এনএসসির চেয়ারম্যান। তার প্রতিষ্ঠান থেকে বিসিবিতে এমন মনোনয়ন কীভাবে দেওয়া হলো, তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। 

বিসিবি পরিচালক হিসেবে ইসফাককে এনএসসির পরিচালক হিসেবে মনোনয়ন দেওয়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট ভাইরাল হতে দেখা যায়। যেখানে বেরিয়ে আসে, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন ইসফাক। সেই সঙ্গে তার আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য হওয়ার ছবিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেলেও ইগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে মোফাজ্জেল হোসেন চৌধুরীর (মায়া) কাছে হেরে যান ইসফাক।

Link copied!