জাভির প্রতিবাদ

স্পোর্টস ডেস্ক

এপ্রিল ২৩, ২০২৪, ১২:২০ এএম

জাভির প্রতিবাদ

রিয়াল মাদ্রিদের কাছে হেরে লা লিগার শিরোপা আশা মলিন বার্সেলোনার। ১১ পয়েন্টে এগিয়ে গেছে রিয়াল। মৌসুমের আর ৬ ম্যাচ বাকি। 

বার্সেলোনা এল ক্ল্যাসিকোতে একটি গোল পেতে পারতো। ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি না থাকায় আফসোস বার্সেলোনার কোচ জাভির। তিনি বলেন,‘ বিষয়টি অপমানজন। প্রিমিয়ার লিগ কিংবা লা লিগার মত শীর্ষ লিগগুলোতে এই ধরনের প্রযুক্তি না থাকা মেনে নেয়া যায়না। আমরা যদি বিশ্বের সেরা লিগ খেলার দাবী করে থাকি তবে আমাদের আধুনিক প্রযুক্তির শতভাগ ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রযুক্তির সাথে অবশ্যই তাল মিলিয়ে চলতে হবে।’

জাভি মনে করেন, বার্সেলোনা এ ম্যাচ ভাল খেলেছে। এ ব্যাপারে তিনি বলেন ,‘ মাদ্রিদ একটি অসাধারণ লিগ খেলেছে। প্রায় শিরোপা কাছাকাছি তারা পৌঁছে গেছে। আমি মনে করি আজকের ম্যাচে আমাদের অবশ্যই জয়ী হওয়া উচিৎ ছিল। ম্যাচের আবহ অন্তত তাই বলে। দারুনভাবে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি। তিন পয়েন্ট আমাদের প্রাপ্য ছিল।’

Link copied!