সেপ্টেম্বর ৮, ২০২৪, ০৪:৪৫ পিএম
আন্তর্জাতিক ক্রিকেট কে বিদায় বলেছেন ইংল্যান্ডের বিশ্বকাপ, অ্যাশেজ জয়ী অলরাউন্ডার মঈন আলি। অবসরের সময় জানালেন, তিনি জোর করলে দলে থাকতে পারতেন। কিন্তু সেটা না করে অবসর নিয়েছেন।
মঈন চান, তরুণরা এখন তার জায়গা দখল করে দেশের নাম উজ্জ্বল করুক। মঈন ৬৮ টেস্টে ৩০৯৪ ও ২০৪ উইকেট নেন। ওয়ানডেতে তিনি ১৩৮ ম্যাচে ২৩৫৫ রান করেন। আর একদিনের ক্রিকেটে তার উইকেট ১১১টি।
এছাড়া ৯২টি টি টোয়েন্টি খেলেছেন তিনি। ১২২৯ রানের পাশাপাশি তিনি ৫১টি উইকেট নিয়েছেন। মঈন বলেছেন,‘ জোর করে ধরে থাকতে পারতাম জায়গা, আবার ইংল্যান্ডের হয়ে খেলার চেষ্টা করতে পারতাম, কিন্তু আমি বাস্তবতা জানি, তাই চেষ্টা করব না। (ইংল্যান্ডের হয়ে খেলার জন্য) আমি যথেষ্ট ভালো নই, অবসর নেওয়ার পরও এটা মনে হচ্ছে না। আমার এখনো মনে হয়, আমি খেলতে পারব। কিন্তু আমি আসল পরিস্থিতি বুঝতে পেরেছি, দলের এখন নতুন চক্রে প্রবেশ করা প্রয়োজন। এটা নিজের কাছেও সৎ থাকার বিষয়।’