কাইল জেমিসনের বাউন্সি বল ছিল। লাফিয়ে উঠে ডিফেন্স করেন মুশফিক। বলটি মাটিতে ড্রপ করে চলে যাচ্ছিল। মুশফিকের মনে হলো বলটি স্ট্যাম্পে যেতে পারে। হাত দিয়ে বল সরিয়ে দিলেন। জেমিসন আবেদন করেছেন। আম্পায়ার তৃতীয় আম্পায়ারে যায়। সেখানে মুশফিক আউট হন।
বাংলাদেশের প্রথম ব্যাটার যিনি ‘হ্যান্ডলিং দ্য বল’ বা ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হলেন। বিশ্ব ক্রিকেটে সব মিলিয়ে অষ্টমবারের মত এই আউট । মুশফিক জমে গিয়েছিলেন উইকেটে। আর এই আউটে ফিরলেন।
৩৫ রান করে মুশফিক হতাশা নিয়ে মাঠ ছাড়েন। বাংলাদেশ টস জিতে ব্যাট করতে নেমে স্বস্তিতে ছিল না। নিউজিল্যান্ড বেশ ভাল বল করেছে।
মুশফিক অতিরিক্ত সাবধানী হতে গিয়েই এই আউট হলে। কমেন্ট্রি বক্সে তামিম বলছিলেন,‘ এতদিন ক্রিকেট খেলার পর এই ভুল ঠিক হয়নি।’