নাহিদ রানা অনেক পরিশ্রমের ফসল : তারেক আজিজ

স্পোর্টস ডেস্ক

সেপ্টেম্বর ৫, ২০২৪, ০৩:১৬ পিএম

নাহিদ রানা অনেক পরিশ্রমের ফসল : তারেক আজিজ

বাংলাদেশের পেসারদের সঙ্গে কাজ করছেন তারেজ আজিজ। ছবি : দ্য রিপোর্ট লাইভ

বাংলাদেশের পেসার নাহিদ রানা অনেক পরিশ্রমের ফসল মনে করেন বিসিবির বোলিং কোচ তারেক আজিজ। 

নাহিদ রানা পাকিস্তানে ভাল বোলিং করেছেন। সামনে ভারতে ২টি টেস্ট রয়েছে। আজিজ বলেছেন,‘ অনেক বছর পর এমন পেসার পাওয়া যায়। তার শর্ট পিচড ডেলিভারি মূল অস্ত্র। অনেক পরিশ্রম করেছে সে। তার পরিশ্রম তাকে ফল দিয়েছে।’

ভারতে ২টি টেস্ট ও ৩টি টোয়েন্টি রয়েছে। নাহিদ রানা সেখানেও খেলবেন আশা করা যায়। তারেক আজিজ অবশ্য পেসারদের নিয়ে আশাবাদী। 

Link copied!