ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র পরিচালনা পর্ষদের নির্বাচনে অনুষ্ঠিত হতে কোন বাধা নেই বলে জানিয়েছে আদালত। সাধারণ পরিষদে কাউন্সিলর মনোনয়ন নিয়ে বোর্ড সভাপতি আমিনুল ইসলামের ১৮ সেপ্টেম্বরের চিঠির কার্যকারিতা স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা স্থগিতই থাকছে। একই সঙ্গে ভোটাধিকার ফিরে পেয়েছে ১৫ ক্লাব। সাবেক সভাপতি ফারুক আহমেদের রীটের ভিত্তিতে গত মঙ্গলবার ১৫ ক্লাবের ভোটাধিকার স্থগিতের রায় দিয়েছিলো হাইকোর্ট।
রোববার, ০৫ অক্টোবর চেম্বার জজ আদালতে বিচারপতি ফারাহ মাহমুবের বেঞ্চ এই রায় দেন।
বিসিবির আইনজীবী মাহিন এম রহমান বলেন, এই রায়ের ফলে ১৫ ক্লাবের কাউন্সিলররা নির্বাচনে ভোট দিতে পারবেন এবং ৬ অক্টোবর নির্বাচন হতেও বাধা নেই, ‘সাধারণ পরিষদে কাউন্সিলর মনোনয়ন নিয়ে বোর্ড সভাপতি আমিনুল ইসলামের ১৮ সেপ্টেম্বরের চিঠির কার্যকারিতা স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা স্থগিতই থাকছে। ফারুক আহমেদ রীট করে ১৫ ক্লাবের ভোটের অধিকার যে স্থগিত করেছিলেন, ওটার বিরুদ্ধে ১৫ ক্লাবের মধ্যে একটা ক্লাব আপিল করতে এসেছিলো। তার প্রেক্ষিতে হাইকোর্টের রায় স্থগিত হয়েছে। তারমানে এই ১৫ ক্লাব ভোট দিতে পারবে। আর নির্বাচনে কোন বাধা নেই।’ খবর দ্য ডেইলি স্টার।
আদালতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও অনীক আর হক শুনানি করেন। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্যাহ আল মাহমুদ। অন্যদিকে রিট আবেদনকারীদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মো. রুহুল কুদ্দুস ও আইনজীবী কায়সার কামাল শুনানিতে অংশ নেন। বিসিবির পক্ষে ছিলেন মাহিন এম রহমান।
১৫ ক্লাবের ভোটাধিকার স্থগিতের পর বিসিবির নির্বাচনে সরকারি হস্তক্ষেপের প্রতিবাদে মনোনয়ন প্রত্যাহার করে নেন সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ ১৫ প্রার্থী। তারা আর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে নেই। ক্লাব ক্যাটাগরি থেকে বিসিবিতে ১২ জন পরিচালক নির্বাচিত হয়ে আসেন। তামিমরা সরে যাওয়ায় এই ক্যাটাগরিতে প্রার্থী আছেন ১৬ জন। সেই ১৬ জনের মধ্যে আবার লুৎফুর রহমান বাদল ও মেজর ইমরোজ নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
তবে ১৫ ক্লাবের ভোটাধিকার ফিরে আসায় বিসিবির বর্তমান পরিচালক ইফতেখার রহমান মিঠু প্রার্থীরা ফিরে পেতে পারেন।
এদিকে গতকাল মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে নির্বাচন বাতিলের দাবি জানায় ৪৮টি ক্লাব। বিতর্কিত নির্বাচন বাতিল না হলে আন্দোলনের হুমকি দেয় তারা। ভোটাধিকার ফিরে পাওয়া ১৫ ক্লাবের প্রতিনিধিও ছিলেন এই সংবাদ সম্মেলনে।