সিলেটে বাংলাদেশ ক্রিকেট দল দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে জয় পেয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন মুগ্ধতা প্রকাশ করেছেন।
সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান বলেন, ‘আমরা ওডিআইতে ভালো খেলতাম, এখন টি-টোয়েন্টিতেও আমরা ভালো খেলতে পারব। তামিম নেই, সাকিব নেই, মুশফিক নেই—এরপরেও ওরা যে সাহস নিয়ে খেলছে এটাই বড় কথা। ওদের খেলার ধরন দেখে মনে হয়েছে, এখন টি-টোয়েন্টি খেলতে আমরাও পারি।’
মাহমুদউল্লাহর প্রশংসা করেছেন পাপন। এ ব্যাপারে বলেন,‘ রিয়াদের ব্যাটিং নিয়ে তো কখনও কোনো সন্দেহ ছিল না। এটা একদম পরিস্কার করে দেই। রিয়াদের যে পটেনশিয়াল সেটা ছোট করে দেখার সুযোগ নেই।