দর্শকদের ভুয়া ভুয়া প্রসঙ্গে সাকিব বললেন, ‘ডিসার্ভ করি!’

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ২৯, ২০২৩, ১০:৫৪ পিএম

দর্শকদের ভুয়া ভুয়া প্রসঙ্গে সাকিব বললেন, ‘ডিসার্ভ করি!’

নেদারল্যান্ডসের বিপক্ষে ৫ রান করে আউট হয়ে যান সাকিব। ছবি: ক্রিকইনফো

বিশ্বকাপের চলাসময়ে দেশে ফিরে আসায় মিরপুরে ‍‍`দুয়ো‍‍` শুনতে হয়েছিল সাকিব আল হাসানকে। মিরপুরের সেই ‍‍`ভুয়া ভুয়া‍‍` দুয়ো পৌঁছে গেছে কলকাতা পর্যন্ত। নেদারল্যান্ডসের কাছে ম্যাচ হারার পর স্বয়ং সাকিব আল হাসান বললেন, দলের এমন পরিস্থিতিতে দুয়ো দেওয়ায় তিনি দর্শকদের দোষী মনে করেন না।

শনিবার (২৮ অক্টোবর) কলকাতার ইডেন গার্ডেনসে নেদারল্যান্ডসের বিপক্ষে ৮৭ রানের ব্যবধানে ম্যাচ হারের পর বাংলাদেশের সেমিফাইনাল খেলার সম্ভাবনা একেবারে শেষ। পাশাপাশি দর্শকদের প্রত্যাশা পূরণ না হওয়ায় সাকিব নিজেও হতাশ। যার ফলাফল দর্শকরা প্রতিক্রিয়া দেখাচ্ছেন মাঠেও।

ডাচদের বিপক্ষে এক উইকেট নিয়ে কিপটে বোলিং করলেও ব্যাটিংয়ে ব্যর্থ হন সাকিব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একরানের পর নেদারল্যান্ডসের বিপক্ষে ১৪ বলে করেছেন মাত্র পাঁচ রান। দৃষ্টিকটু ছিল তার আউটের ধরনও। পল ফন মিকেরেনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন আগের ম্যাচের মতোই।

এই ম্যাচ দেখার জন্য বাংলাদেশ থেকে তো বটেই, এমনকি ইউরোপ থেকেও সমর্থকরা এসেছিলেন কলকাতায়। এই হার কিছুতেই মানতে পারছেন না তারা। ম্যাচ শেষে তাই কলকাতায় ইডেন গার্ডেন্সে সাকিবকে দুয়ো দেন ক্ষুধ্ব সমর্থকরা।

দর্শকদের এমন প্রতিক্রিয়া নিয়ে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘হতাশাজনক (দর্শকদের প্রতিক্রিয়া)। তারা আসলে প্রত্যাশাও করে ভালো কিছু। স্বাভাবিকভাবে সেটি না হলে তাদেরও অধিকার আছে তাদের মতো করে বলার। তাদের ক্ষেত্রে আমার কোনো অভিযোগ নেই। আমি মনে করি যেভাবে আমরা খেলেছি এটা আমরা ডিজার্ভ করি।

১৯৯৯ সাল থেকে বিশ্বকাপে খেলছে বাংলাদেশ। তবে এখনো পর্যন্ত কোনোটিতেই সেমিফাইনালে খেলতে পারেনি টাইগাররা। এবার সেমিতে খেলার স্বপ্ন থাকলেও সব সম্ভাবনা শেষ। কোন জাদুতে আসলে বিশ্বকাপের সেমিতে খেলার স্বপ্ন পূরণ করতে পারবে বাংলাদেশ? সাংভাদিকজেদের করা এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেন, এটা তো বলা মুশকিল। আপনি ভুল মানুষকে হয়ত প্রশ্ন করেছেন। আমার জায়গা থেকে যদি বলি, অনেক কিছু বদলালে করলে হয়ত বদলটা আসবে। কিন্তু এখন  আসলে এগুলো বলার সময় না।

বিশ্বকাপে বাংলাদেশের এটাই সবচেয়ে বাজে পারফরম্যান্স কিনা— এই প্রশ্নের জবাবে সাকিবের দ্বিধাহীন স্বীকারোক্তি, ‘এটা আপনি নির্দ্বিধায় বলতে পারেন, আমি দ্বিমত পোষণ করব না। এটা বাংলাদেশের স্মরণকালের সবচেয়ে বাজে বিশ্বকাপ।

Link copied!