বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক হাবিবুল বাশার সুমন মনে করেন টি টোয়েন্টি বিশ্বকাপে মাহমুদউল্লাহ রিয়াদের খেলার সম্ভাবনা রয়েছে। রিয়াদ টেস্ট থেকে অবসর নিয়েছেন। কিন্তু টি টোয়েন্টিতে থেকে নেননি। ভারত বিশ্বকাপে রিয়াদ ভালও খেলেছেন। সাদা বলে তিনি ভরসা বাংলাদেশের।
বাশার মনে করেন, রিয়াদের সুযোগ ভালভাবেই রয়েছে। এ ব্যাপারে তিনি বলেন,‘ রিয়াদ টি-টোয়েন্টি ফরম্যাট থেকে এখনও অবসর নেয়নি। যখন অবসর নেয়নি তার সুযোগ সবসময় আছে। যেহেতু সাদা বলের ফরম্যাটে খেলছে বিশেষ করে ওয়ানডেতে। টি-টোয়েন্টিতে খেলবে কিনা আমার মনে হয় সেটা সামনেই বলে দিতে পারব।`
২০২৪ সালের জুনে ক্যারিবীয় অঞ্চল ও যুক্তরাষ্ট্রে টি টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। সেখানে আরও ক্রিকেটার চান বাশার। আর তাই তাকিয়ে ১৯ জানুয়ারি অনুষ্ঠেয় বিপিএলের দিকে। এ ব্যাপারে তিনি বলেন,‘ সামনে যে বিপিএলটা হবে আশা করছি নতুন কিছু প্লেয়ার পাবো। যেটা ভালো হচ্ছে, আমরা টি-টোয়েন্টি ফরম্যাটটায় পিছিয়ে ছিলাম। কিন্তু এখন আমরা টি-টোয়েন্টিতে পারফর্ম করা শুরু করেছি। দেখুন আমরা টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন ইংল্যান্ডকেও সিরিজে হারিয়েছিলাম। এবার নিউজিল্যান্ডে ভালো করেছি। আশা তো করতেই পারি সামনে আরও ভালো খেলব। বিপিএল দিয়ে আশা করছি আরও কিছু খেলোয়াড় পাবো।`