কুমিল্লার কোচ সালাউদ্দিন। আর তিনি বিপিএলে চ্যাম্পিয়নও করেছেন দলকে। ইংল্যান্ডের ক্রিকেটার যিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলছেন সেই সালাউদ্দিন প্রশংসা করেছেন। তার মতে বাংলাদেশের অন্যতম সেরা কোচ সালাউদ্দিন।
শনিবার কুমিল্লার অনুশীলন ছিল। সেখানে মইন আলি বলেন,‘ আমার কাছে সালাউদ্দিন বিশ্বের সেরা পাঁচ কোচের একজন, এবং সে বাংলাদেশের সেরা কোচও। আমি সারপ্রাইজ যে সে বাংলাদেশের হয়ে কেন কাজ করে না।
বিপিএল নিয়ে আশাবাদী মইন। তিনি বলেন, ‘এ বছরটা বেশ ভিন্ন। অনেক ভালো ভালো খেলোয়াড় উঠে আসছে। ভালো মানের বিদেশিরা আছে। তাতে দলগুলোও শক্তশালী হয়ে উঠেছে। এভাবেই লিগ আকর্ষণীয় হয়ে ওঠে। ব্যক্তিগতভাবে আমাদেরও ভালো যত্ন করা হচ্ছে। উইকেটও ভালো। এভাবেই ভালো খেলোয়াড়রা আসতে আগ্রহী হয়।’