সাকিব বাহিনীকে একেবারেই ভয় পাচ্ছে না বাটলার

মুবিন আহমেদ

অক্টোবর ৯, ২০২৩, ০৮:১৯ পিএম

সাকিব বাহিনীকে একেবারেই ভয় পাচ্ছে না বাটলার

ফাইল ছবি

ধর্মশালায় মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড, দুই দলেরই এটি দ্বিতীয় ম্যাচ। ইংল্যান্ড যখন পয়েন্ট টেবিলের তলানিতে, বাংলাদেশ তখন শীর্ষ চারে। তবে টুর্নামেন্টের শুরুর সময়টায় পয়েন্ট টেবিলের এই দৃশ্যকে খুব একটা আমলে নিতে নারাজ ইংল্যান্ড অধিনায়ক বাটলার। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ইংলিশ অধিনায়ক জস বাটলার লাল সবুজের প্রতিনিধিদের উল্লেখ করেছেন কঠিন প্রতিপক্ষ হিসেবেই।

২০০৭ থেকে ২০১৯ পর্যন্ত বিশ্বকাপে চার ম্যাচের মুখোমুখি লড়াইয়ে দুটি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ ও ইংল্যান্ড। যেখানে ২০১১তে চট্টগ্রামে ২ উইকেটের রুদ্ধশ্বাস জয় পেয়েছে বাংলাদেশ। আর ২০১৫তে ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে বিশ্বকাপ থেকেই ছিটকে দিয়েছিল বাংলাদেশ। ক্রিকেট বিশ্বের পরাশক্তি ইংল্যান্ডকে এ দুই আসরে হারিয়ে চমক দেখিয়েছিল বাংলাদেশ।  

সবশেষ দেখায় ২০১৯ বিশ্বকাপে অবশ্য বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়েছিল ইংল্যান্ড। বাটলারকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশকে তিনি হুমকি মনে করছেন কি না। সংবাদ সম্মেলনে ইংল্যান্ড অধিনায়ক তখন বলেন, ‘না, একেবারেই না। বাংলাদেশের বিপক্ষে আমাদের অনেক দারুণ ম্যাচ রয়েছে। যাদের বিপক্ষে আমরা খেলি, তাদের আমরা শ্রদ্ধা করি। বিশ্বকাপে আপনি সত্যিই কঠিন প্রতিপক্ষ আশা করবেন।’

গতবারের চ্যাম্পিয়নরা এবারও ভারতে পা রেখেছে অন্যতম ফেভারিট দল হিসেবেই। তবে আসরের শুরুটা ভালো হয়নি তাদের। নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হেরে বিধ্বস্ত হয়ে টুর্নামেন্ট শুরু করে ইংল্যান্ড। ২৮৩ রানের লক্ষ্য ৮২ বল হাতে রেখে নিউজিল্যান্ড জেতায় ইংল্যান্ডের নেট রানরেট-২.১৪৯। 

অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে ধর্মশালায় আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ। আফগানদের দেওয়া ১৫৭ রানের লক্ষ্য ৯২ বল হাতে রেখে জিতে যাওয়ায় সাকিব আল হাসানের দলের নেট রানরেট: +১.৪৩৮। ফলে দুটো দল একে অপরের মুখোমুখি হবে ভিন্ন দুই পরিস্থিতিতে থেকে। 

এ প্রসঙ্গে বাটলার আরও যোগ করেন, ‘দুই দলেরই মাত্র একটা করে ম্যাচ শেষ হয়েছে। আমরা আত্মবিশ্বাসী যে, গত ম্যাচের চেয়ে আমরা ভালো দল। আগামীকাল ভালো খেলার অপেক্ষায় আছি।’

এদিকে ইংল্যান্ডের এই আত্মবিশ্বাসের যথেষ্ট কারণও আছে। সবশেষ দ্বিপাক্ষিক সিরিজে টাইগারদের তাদেরই ঘরের মাটিতে হারিয়েছে তারা। আর বিশ্বকাপের মূলপর্বের লড়াইয়ের আগে প্রস্তুতি ম্যাচে সাকিবদের বিপক্ষে পেয়েছিল দাপুটে জয়।

এদিকে ইংলিশ অধিনায়ক কিছুটা মৃদুস্বরে বাংলাদেশকে মোকাবিলা করার কথা বললেও আগের দিন হুমকি দিয়ে রেখেছেন দলের ব্যাটিং অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন। 

তিনি বলেন, ‘আমাদের এই দলটার একটা বিষয় খুব ভালো যে যখন আমরা কোনো ম্যাচ হেরে যাই তখন আমরা আরও বেশি আক্রমণাত্মক হয়ে যাই। মঙ্গলবারে (বাংলাদেশের বিপক্ষে) আমাদের এমনটা করার সুযোগ আছে।’ 

Link copied!