মার্চ ৯, ২০২৪, ১০:৪০ এএম
সিলেটে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ১৭৪ রানে থামে শ্রীলংকা। বাংলাদেশের টার্গেট ১৭৫ রান। সিরিজ ১-১ এ রয়েছে। এ ম্যাচ জিতলে বাংলাদেশ ২-১ ব্যবধানে জিতে নেবে।
টস জিতেছিল শান্ত। টানা তৃতীয় টস জয়। আবার তিনি ফিল্ডিং নেন। কুশল মেন্ডিস ৫৫ বলে ৮৬ রান করেন। রিশাদ ও তাসকিন ২টি করে উইকেট নেন।
শানাকা ১৯, হাসারাঙ্গা ১৫ ও কামিন্ডু ১২ রান করেছেন। বাংলাদেশ শেষে স্কোর আরও বড় হতে দেয়নি। মোস্তাফিজ অবশ্য ৪ ওভারে ৪৭ রান দিয়ে ১ উইকেট নেন।