ডিসেম্বর ৩, ২০২৩, ০৩:১৬ পিএম
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকায় নারী ক্রিকেটারদের এটাই প্রথম জয়। ১৩ রানে এই জয় এসেছে। বাংলাদেশ আগে ব্যাট করে ২ উইকেটে ১৪৯ রান তোলে। জবাবে ১৩৬ রানে থামে দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন অ্যানেকে।
৪ ওভারে ২৮ রান দিয়ে ৫ উইকেট নেন স্বর্ণা আক্তার। ম্যাচসেরা হন তিনি। স্বর্ণা ইনিংসের ১৮ ও শেষ ওভারে ২টি করে উইকেট নেন। ১৩ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারের এটিই সেরা বোলিং ফিগার স্বর্ণার। বোলিংয়ে বাংলাদেশের নাহিদা, ফাহিমা ও রাবেয়া ১টি করে উইকেট নেন।
এর আগে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ নারী দল। টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ হাফ-সেঞ্চুরির ইনিংসে ৫৯ বল খেলে ৬টি চার ও ১টি ছক্কায় ৬২ রান করেন ওপেনার মুর্শিদা খাতুন। এছাড়া ৬টি চারে ২১ বলে অধিনায়ক নিগারের ব্যাট থেকে আসে ৩৪ রান। ২০ ওভারে ২ উইকেটে ১৪৯ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ।
১২ বারের মোকাবিলায় দ্বিতীয়বারের মত প্রোটিয়াদের হারালো বাংলাদেশ। সর্বশেষ ২০১২ সালের সেপ্টেম্বরে মিরপুরে প্রথম দেখাতেই দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলার বাঘিনীরা। এরপর ১১ বছর ও ১০ ম্যাচ প্রোটিয়াদের হারাতে পারেনি বাংলাদেশ। অবশেষে দক্ষিণ আফ্রিকার মাটিতেই দ্বিতীয় জয়ের ইতিহাস সৃষ্টি করলো টাইগ্রেসরা।
১-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামী ৬ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা নারী দল। টি-টোয়েন্টি শেষে তিন ম্যাচের ওয়ানডে খেলবে দু’দল।