বিজয় দিবসে দারুণ জয় উপহার দিলেন জ্যোতিরা

স্পোর্টস ডেস্ক

ডিসেম্বর ১৭, ২০২৩, ১২:৩৪ এএম

বিজয় দিবসে দারুণ জয় উপহার দিলেন জ্যোতিরা

জয়ের পর বাংলাদেশ নারী দল ছবি : সংগৃহীত

ইস্ট লন্ডনে এ এক অন্যরকম দিন। দক্ষিণ আফ্রিকাকে ১১৯ রানে হারালেন নিগার সুলতানা জ্যোতির দল। ওয়ানডেতে এ প্রথম ২৫০ রান করে নারী বাংলাদেশ দল। আর দক্ষিণ আফ্রিকা অলআউট ১৩১ রানে। 

মুরশিদা খাতুন ১০০ বলে ৯১ রান করেন। তিনি ম্যাচসেরা হন। নাহিদা যিনি আইসিসির মাসসেরা হয়েছেন। সে তিনি ৩৩ রানে ৩ উইকেট নেন। 

৩ ম্যাচের সিরিজে ১-০ তে লিড নিল নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা টস জিতে ফিল্ডিং নেয়। ৩ উইকেটে ২৫০ রান সংগ্রহ করে বাংলাদেশ। মুরশিদা খাতুন ৯১ রানের ইনিংস খেলেন। এছাড়া শামিমা ৩৪ ও ফারজানা ৩৫ রান করেছিলেন। এছাড়া জ্যোতি ৩৮ ও স্বর্ণা ২৭ রান করেন। 

বাংলাদেশের নারী ক্রিকেট দলের ওয়ানডেতে সর্বোচ্চ ছিল ২৩৪ রান। আর সেটা ২০২২ বিশ্বকাপে হ্যামিল্টনে। 

Link copied!