টসে জিতে ব্যাটিং বেছে নিল দক্ষিণ আফ্রিকা

ডি ককের সেঞ্চুরি, বড় সংগ্রহের পথে প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ২৪, ২০২৩, ০৮:১৬ পিএম

ডি ককের সেঞ্চুরি, বড় সংগ্রহের পথে প্রোটিয়ারা

সেঞ্চুরির পর ডি কক ছবি : টুইটার

বিশ্বকাপের ২৩তম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে প্রোটিয়ারা। 

এই ম্যাচে বাংলাদেশ দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। অন্যদিকে বাভুমাকে ছাড়াই মাঠে নামছে আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকার রেজা হেনড্রিকসকে ১২ রানে বোল্ড করেন শরিফুল। রাসি ভ্যান ডার ডুসেন ১ রানে মিরাজের বলে আউ হন। ৩৬ রানে ২ উইকেট হারায় প্রোটিয়ারা। 

কিন্তু কুইন্টন ডি কক ১১৭ রানে খেলছেন ও এইডেন মার্করাম আউট ৬০ রানে । এ রিপোর্ট লেখার সময় ২৪ ওভারে ২২৭ রান ৩ উইকেটে। 

পরিসংখ্যানে এখনো এগিয়ে আছে আফ্রিকা। এপর্যন্ত দুদল মুখোমুখি হয়েছে ২৪ ওয়ানডেতে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা জিতেছে ১৮টিতে।

নিজ দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা জয়লাভ করেছে ১০টি ম্যাচে। আর সেখানে বাংলাদেশ নিজেদের মাটিতে জিতেছে মাত্র দুইটি ম্যাচে। বিদেশের মাটিতে আফ্রিকা জিতেছে ৭ ম্যাচে। আর বাংলাদেশ সেখানেও ২ ম্যাচে জিতেছে।

অবশ্য নিরপেক্ষ ভেন্যুতেই একমাত্র বাংলাদেশের জয়ের পাল্লা ভারী। নিরপেক্ষ ভেন্যুতে দুই দল খেলেছে মোট ৩টি ম্যাচ। এর মধ্যে বাংলাদেশ জিতেছে দু’বার আর দক্ষিণ আফ্রিকা জিতেছে একবার। 

আর ওয়ানডে বিশ্বকাপের পরিসংখ্যানেও বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার পরিসংখ্যান সমানে সমান। 

যে দল আজকের ম্যাচে জিতবে সেই দল বিশ্বকাপের পরিসংখ্যানে এগিয়ে যাবে।

Link copied!