শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩২৮ রানে হেরেছে স্বাগতিক বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে জয়ের লক্ষ্যে ৫১১ রান তাড়া করতে নেমে মাত্র ১৮২ রানেই অলআউট হয়ে গেছে শান্ত-মুমিনুলরা। প্রায় দেড়দিন বাকি থাকতেই টেস্ট হারলো টাইগাররা। ২ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো শ্রীলঙ্কা।
দ্বিতীয় ইনিংয়সে বাংলাদেশের ব্যাটারেদের মধ্যে একটু লড়াই করেছেন মুমিনুল হক। ৫১ রানে ৬ উইকেট হারানোর পর মিরাজ , তাইজুল, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানাকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। দ্বিতীয় ইনিংসে ১৪৮ বলে ৮৭ রানে অপরাজিত ছিলেন।
টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে সবগুলো উইকেট হারিয়ে ২৮০ রান করে শ্রীলঙ্কা। এরপর স্বাগতিকদের ১৮৮ রানে অলআউট ৯২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে সফরকারীরা। প্রথম ইনিংসের দুই সেঞ্চুরিয়ান দ্বিতীয় ইনিংসেও হাঁকান সেঞ্চুরি। এর সুবাদে ৫১১ রানের গড়ে তুলে লঙ্কান ব্যাটাররা।
দ্বিতীয় ইনিংসে ৫১১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় দিন শেষ বিকেলেই একের পর এক উইকেট হারিয়েছে টাইগাররা। ৫ উইকেট হারিয়ে ৪৭ রান নিয়ে দিন শেষ করে তারা। মুমিনুল ৭ রানে এবং তাইজুল অপরাজিত ছিলেন ৬ রানে।
চতুর্থদিন সকালে ব্যাট করতে নেমে মুমিনুল এবং বাকি ব্যাটাররা চেষ্টা করেন একটু রয়েসয়ে খেলতে। কিন্তু ততক্ষণে তো খুব দেরি হয়ে গেছে।
চতুর্থ দিনের শুরুতেই তাইজুলকে ফিরিয়ে দেন কাসুন রাজিথা। মেহেদী হাসান মিরাজকে নিয়ে বেশ কিছুক্ষণ লড়ে যান মুমিনুল। ৬৬ রানের জুটি গড়েন তারা দু’জন। ৫০ বলে ৩৩ রান করেন মিরাজ। শরিফুল ৪২ বল খেলে করেন ১২ রান। পরের দুই ব্যাটার খালেদ আহমেদ এবং নাহিদ রানা কোনো রানই করতে পারেননি।
শ্রীলঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা হয়েছেন ম্যাচ সেরা। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবং শুরু হবে ৩০ মার্চ থেকে।