এশিয়া কাপ

ফাইনালে শ্রীলংকা

স্পোর্টস ডেস্ক

সেপ্টেম্বর ১৫, ২০২৩, ০১:৪৪ এএম

ফাইনালে শ্রীলংকা

৮৭ বলে ৯১ রান করেন কুশল মেন্ডিস ছবি : টুইটার

এশিয়া কাপে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে শ্রীলংকা। বৃষ্টি আইনে ২৫২ রান দরকার ছিল। ইনিংসের শেষ বলে জয় পাইয়ে দেন আশালানকা। আর জয়ের ভিত গড়েছিলেন কুশল মেন্ডিস ৯১ রান করে। ১৭ সেপ্টেম্বর ভারতের সঙ্গে ফাইনাল খেলবে শ্রীলংকা। ম্যাচসেরা হন মেন্ডিস। 

কুশল মেন্ডিস ও সাদিরা ১০০ রানের  জুটি গড়েন তৃতীয় উইকেটে। এই জুটি মূলত শ্রীলংকাকে কক্ষপথে রেখেছিল। কুশল আউট হলে চাপে পড়ে গত আসরের এশিয়া কাপ চ্যাম্পিয়নরা। 

তবে আশালানকা ৪৭ বলে ৪৯ রান করে দলকে জয়ের বন্দরে নোঙর করান। কুশল মেন্ডিস ৮৭ বলে ৯১ রান করেছিলেন। আর সাদিরার ব্যাট থেকে আসে ৪৮ রান। 

পাকিস্তানের ইফতেখার আহমেদ ৩ উইকেট নেন। আর শাহিনশাহর পকেটে রয়েছে ২ উইকেট। পাকিস্তান ফাইনালে যেতে পারল না। এশিয়া কাপের ফাইনালে শ্রীলংকা ও ভারত। আগামী রবিবার শিরোপা লড়াই অনুষ্ঠিত হবে। 

এর আগে পাকিস্তান বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে ৪২ ওভারে ২৫২ রান সংগ্রহ করে। ৮ ওভার কাটা হয় ম্যাচের। রিজওয়ান ৮৬ ও শফিক ৫২ রান করেছিলেন। 

 

 

Link copied!