বিশ্বকাপেও খেলবেন

ইংল্যান্ডের ওয়ানডে দলে ফিরলেন স্টোকস

স্পোর্টস ডেস্ক

আগস্ট ১৭, ২০২৩, ০২:১৪ এএম

ইংল্যান্ডের ওয়ানডে দলে ফিরলেন স্টোকস

লর্ডসে ২০১৯ বিশ্বকাপে বেন স্টোকসের ছোঁয়ায় বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। ওয়ানডে ফরম্যাটটি ছেড়ে দিয়েছিলেন তিনি। আবার তাকে ফিরিয়ে আনা হলো। আর খেলবেন ভারতের ওয়ানডে বিশ্বকাপেও।

আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ^কাপকে সামনে রেখে অবসর ভেঙ্গে ইংল্যান্ড দলে ফিরলেন অলরাউন্ডার বেন স্টোকস।
তিন ফরম্যাটে খেলার চাপ ও হাঁটুর ইনজুরির কারনে ১৩ মাস আগে ওয়ানডে থেকে অবসর নেন ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক স্টোকস।  
হাঁটুর ইনজুরির কারনে সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজের শেষ তিন টেস্টে বোলিং করতে পারেননি স্টোকস।
২০১৯ সালে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ^কাপের ফাইনাল জয়ে বড় অবদান রেখেছিলেন স্টোকস। এবার ভারতের মাটিতে বিশ^কাপ শিরোপা ধরে রাখার মিশনে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে দেখা যাবে স্টোকসকে।
আগামী মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ড। বিশ্বকাপে সামনে রেখে ইংল্যান্ডের ১৫ সদস্যের দলে রাখা হয়েছে ৩২ বছর বয়সী স্টোকসকে।

Link copied!