অক্টোবর ১৫, ২০২৩, ০৮:৩৮ এএম
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ আফগানিস্তানের সাথে দারুণ জয় দিয়ে শুরু হলেও পরের দুই ম্যাচে বড় হারের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর আগামী ১৯ অক্টোবর ভারতের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। অধিনায়কের চোট তাঁকে ম্যাচটিতে থাকতে দিবে কি না এ চিন্তাকে সঙ্গী করে পুনেতে পৌঁছেছে বাংলাদেশ টিম।
সেখানে আসন্ন ভারত ও বাংলাদেশর খেলা প্রসঙ্গে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, ‘আমার মনে হয়, আমাদের চেয়ে ভারতের ওপরই বেশি চাপ থাকবে। আমরা গোছানোর সময় পাব। গত ৭ দিনে ৩ ম্যাচ খেলেছি। পরের ২৯ দিনে খেলব ৬ ম্যাচ। পরের ম্যাচ ৬ দিন পর। নতুন করে চিন্তাভাবনা করার সময় পাব। আমাদের হারানোর কিছু নেই। নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে। আমাদের সাহস নিয়ে খেলতে হবে। আগ্রাসী ক্রিকেট খেলতে হবে। আগ্রাসী আচরণ না থাকলে এই লেভেলে খেলা কঠিন।’
নিজ দেশে আয়োজিত বিশ্বকাপে একের পর এক দারুণ ম্যাচ খেলে এগিয়ে যাওয়া ভারতের বিপক্ষে টানা হারের মুখোমুখি হওয়া বাংলাদেশের আগামী ম্যাচ বেশ কঠিনই হতে যাচ্ছে। তবে জয়ের আশা নিয়ে সুজন জানালেন এসব নিয়ে ভাবছেন না তিনি। অতীতের কথা স্মরণ করিয়ে সুজন বলেন, ‘বাংলাদেশ এর আগে সবাইকে হারিয়েছে, হোক দেশের মাটিতে। নিউজিল্যান্ডকে ওদের মাঠে টেস্ট হারিয়েছি। আমরা পারি না তা না। পারফরম্যান্সের সমন্বয় হচ্ছে না, যেটা আমাদের দরকার। ব্যাটিংয়ে জ্বলে ওঠা দরকার, সঙ্গে বোলিং। বলব না, বোলাররা খারাপ করছে। এখন দুর্বল জায়গা বলতে ব্যাটিং।’