তামিম নিজেই দলে থাকতে চাননি: মাশরাফি

স্পোর্টস ডেস্ক

সেপ্টেম্বর ২৭, ২০২৩, ০৪:২৬ পিএম

তামিম নিজেই দলে থাকতে চাননি: মাশরাফি

তামিম ইকবাল ও মাশরাফি বিন মুর্তজা । ফাইল ছবি

তামিম ইকবালকে ছাড়াই ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিমকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়ায় বিসিবির ওপর ক্ষোভ ঝাড়ছেন দেশের হাজারও ক্রিকেট ভক্ত। সবাই যখন বলছেন তামিমকে ষড়যন্ত্র করে বাদ দিয়েছে বিসিবি, সেই সময় মুখ খুললেন মাশরাফি। জানালেন, তাকে বাদ দেওয়া হয়নি, তামিম নিজেই নাকি বিশ্বকাপ দলে থাকতে চাননি।

মাশরাফি নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে গতকাল রাতে একটি স্ট্যাটাস দিয়েছেন, ‘একটি তথ্য হয়তো সবাই ভুল দিচ্ছে। তামিমকে বাদ দিয়েছে। আসলে সত্য হলো তামিম দলে থাকতে চায়নি। দলে না রাখা আর থাকতে না চাওয়ার ব্যবধানটা অনেক। আমার মনে হয় এতটুকু সম্মান তামিমের প্রাপ্য। এখন প্রশ্ন হতে পারে তামিম কেন দলে থাকতে চাইল না। আসলে সে উত্তর আমার কাছে নাই। সেটা একমাত্র তামিমই বলতে পারে।’

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গতকাল বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডে শেষে বিসিবির অফিশিয়াল ফেসবুক ও ইউটিউব পেজে বিশ্বকাপের দল ঘোষণা করা হয়। তখন শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি সভাপতির সঙ্গে দেখা করেছেন মাশরাফি বিন মুর্তজা। তখন সামাজিক যোগাযোগমাধ্যমে একটা গুঞ্জন উঠেছিল, বিশ্বকাপের দল ঘোষণায় সম্ভবত মাশরাফির কোনো ভূমিকা আছে!

কিন্তু বিসিবির নির্বাচক আবদুর রাজ্জাক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আসলে মাশরাফি কিন্তু টিম সিলেক্ট করতে আসেনি। সে প্রেসিডেন্ট স্যারের সঙ্গে কথা বলতে এসেছে। এটা আমরা জানিও না।’

Link copied!