ভিন্নরূপে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন তামিম। বুধবার মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে যখন মাঠে টিকে থাকতে লড়ছে বাংলাদেশ তখন ধারাভাষ্যকার হিসেবে কমেন্ট্রি প্যানেলে দেখা গেল দেশসেরা ওপেনার তামিম ইকবালকে।
এর আগে গতকাল নিজের ফেসবুক অফিসিয়াল পেইজে একটি পোস্টের মাধ্যমে তামিম জানান, বুধবার বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ধারাভাষ্যকার প্যানেলের ছোট্ট একটি অংশ হিসেবে থাকবেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে এটাই প্রথম! ধারাভাষ্য দেয়ার সময়ও জানিয়ে দেন তিনি।
পোস্টে জানান, ১২.৪০ থেকে ১.১০ এবং ১.৪০ থেকে ২.১০ এই দুই স্লটে ধারাভাষ্যে থাকবেন তিনি।
তবে ধারাভাষ্যকার হিসেবে তামিমের অভিষেক এর আগেই হয়েছিল। বিপিএলে ধারাভাষ্য দিয়েছিলেন তিনি।
গত দু’মাস ধরে মাঠের বাইরে তামিম ইকবার। শেষবার আন্তর্জাতিক ক্রিকেটে দেখা গিয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে। এরপর চোটের কারণে এশিয়া কাপ খেলতে না পারা, অধিনায়কত্ব থেকেও সরে দাঁড়ানো, বিশ্বকাপের আগে নানা নাটকীয়তা তারপর বিশ্বকাপ দলেও না থাকা।
আরও পড়ুন: মিরপুর টেস্টে ধারাভাষ্য দেবেন তামিম
এরপর তামিম ক্রিকেট থেকে নিজেকে কিছুটা দূরেই রেখেছেন বলা যায়। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টুর্নামেন্ট থেকেও নাম সরিয়ে নেন। পরে জানান আসন্ন বিপিএল দিয়ে মাঠে ফিরবেন তিনি।