‘ট্রমাটাইজড’ নাহিদ রানা ও দুই কোচ পাকিস্তান সফরে যাবেন না

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২১, ২০২৫, ০৫:৫৬ পিএম

‘ট্রমাটাইজড’ নাহিদ রানা ও দুই কোচ পাকিস্তান সফরে যাবেন না

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল পাকিস্তানে যাচ্ছে। তবে স্কোয়াডে থাকলেও দলের সঙ্গে যাচ্ছেন না পেসার নাহিদ রানা। বর্তমানে তিনি বাংলাদেশ দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত সফরে আছেন। সেখান থেকে দেশে ফিরে আসবেন।

আজ মিরপুরে ২২ বছর বয়সী এই পেসারের পাকিস্তান না যাওয়ার খবর জানিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন বলেছেন, ‘(সম্প্রতি পাকিস্তানে) যে ধরনের ঘটনার মুখোমুখি ওদের হতে হয়েছে, নাহিদ রানা বা রিশাদকে, সেটা কিছুটা যদি ট্রমাটাইজড করে একজনকে, তাদের দোষ দেওয়ার কোনো সুযোগ নেই। সে কারণে সম্ভবত ও (নাহিদ) নিজেকে উইথড্র করেছে।’

তবে নাহিদ না গেলেও একই সফরে তার সঙ্গে থাকা রিশাদ পাকিস্তানে যাচ্ছেন।

গত মাসে পাকিস্তানে পিএসএল খেলতে গিয়েছিলেন নাহিদ ও রিশাদ। মে মাসের শুরুর দিকে ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলায় জড়ালে পিএসএল বন্ধ হয়ে যায়। এর মধ্যে নাহিদের দল পেশোয়ার ও রিশাদের দল লাহোর কালান্দার্সের ম্যাচ ভেন্যু রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকায়ও ড্রোন হামলা হয়।

পিএসএল স্থগিতের পর দুজনই দেশে ফিরে আসেন। পরে বাংলাদেশ দলের হয়ে সংযুক্ত আরব আমিরাত সফরে যান। সেখানে তিন টি-টোয়েন্টি সিরিজ শেষ করে ২৫ মে পাকিস্তানের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল। তবে নাহিদ রানা এবং কোচিং স্টাফের দুই সদস্য স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি ও ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট পাকিস্তানে যাচ্ছেন না।

Link copied!