রবিবার ভোরে উদ্বোধনী ম্যাচে যুক্তরাষ্ট্রের সামনে কানাডা

জ্যাকসন ও জর্ডানের দেশে টি টোয়েন্টি বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক

জুন ১, ২০২৪, ০২:৩৪ পিএম

জ্যাকসন ও জর্ডানের দেশে টি টোয়েন্টি বিশ্বকাপ

যুক্তরাষ্ট্র ক্রিকেট দল। ছবি : আইসিসি

যুক্তরাষ্ট্রের মানুষ ক্রিকেট নিয়ে খুব একটা মাথা ঘামায় না। তারা বেসবল, রাগবি, কার রেসিং, মুভি, গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে। আইসিসি চেয়েছে ক্রিকেট ছড়িয়ে দিতে। আর সেদেশে রবিবার ভোরে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে। একসময় পপ সম্রাট মাইকেল জ্যাকসনের কনসার্ট ও মাইকেল জডার্নের বাস্কেটবল দেখতে সমর্থকরা আসতো। এখন ক্রিকেট মাঠে আসার অভ্যাস করবে।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি যুক্তরাষ্ট্র ও কানাডার। ডালাসে বাংলাদেশ সময় ৬টা ৩০ মিনিট লড়াই শুরু হবে। কানাডাও ক্রিকেট দুনিয়ায় নতুন। এবার ২০টি দল বিশ্বকাপে খেলছে। প্রতিটি গ্রুপে ৫টি করে দল। ৪ গ্রুপ থেকে ২টি করে সেরা দল সুপার এইটে পৌঁছাবে।

বাংলাদেশের বিশ্বকাপ শুরু ৮ জুন। শ্রীলংকার সঙ্গে খেলবে তারা। এরপর দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলা নিউইয়র্কে। পরের দুটি ম্যাচ ক্যারিবীয়তে। 

 

Link copied!