অস্ট্রেলিয়া ভারত বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করেছে। যে দলটি শক্তিশালী। তবে কয়েকজন চোটে আছেন। তাও অস্ট্রেলিয়া আত্মবিশ্বাসী চোটে থাকা ক্রিকেটারদের নিয়ে।
ইনজুরিতে ভুগছেন ম্যাক্সওয়েল, অধিনায়ক প্যাট কামিন্স, স্টিভেন স্মিথ ও মিচেল স্টার্ক। বিশ্বকাপের আগে ভারতের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তাদের পাবার ব্যাপারে আশাবাদী অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট।
অস্ট্র্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, ‘দ্রুতই সুস্থ হয়ে উঠছেন ইনজুরিতে থাকা ক্রিকেটাররা এবং এ মাসের শেষে ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডেতে খেলবেন তারা।’
বেইলি আরও বলেন, ‘বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষনার আগে দক্ষিণ আফ্রিকা এবং ভারতের বিপক্ষে ৮টি ওয়ানডে ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়ার। এরপর বিশ^কাপের দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ আছে। বিশ^কাপের মূল লড়াইয়ে আগে নিজেদের ঝালিয়ে নেয়ার জন্য যথেষ্ট সুযোগ আছে।’
৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু ওয়ানডে বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার প্রথম খেলা ৮ অক্টোবর। প্রতিপক্ষ ভারত। ৫ বারের চ্যাম্পিয়ন তারা। কামিন্সের কঠিন চ্যালেঞ্জ সামনে।
অস্ট্রেলিয়ার ১৫ জনের বিশ্বকাপ দল :
প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভেন স্মিথ, অ্যালেক্স ক্যারি, জশ ইংলিশ, শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা ও মিচেল স্টার্ক।