বাংলাদেশ-অস্ট্রেলিয়ার নারী দলের প্রথম ওয়ানডে বৃহস্পতিবার

নিগারদের ভাল করার ইচ্ছা

স্পোর্টস ডেস্ক

মার্চ ২০, ২০২৪, ০৪:৫১ পিএম

নিগারদের ভাল করার ইচ্ছা

মিরপুরে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ নারী দলের প্রথম ওয়ানডে বৃহস্পতিবার। বুধবার ট্রফি নিয়ে ফটোসেশন ছবি : বিসিবি

মিরপুরে বেশ ব্যস্ত সময় কেটেছে নারী দলের। বিপিএল চলাকালীন নীরবে অনুশীলন করে গেছেন তারা। আর তাদের স্বপ্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ভাল খেলা। ভারতের বিপক্ষে ভাল ফল করার পর মানুষের নারী ক্রিকেটের প্রতি আগ্রহ বেড়েছে। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার সঙ্গে শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচটি রয়েছে। 

বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি খেলার আগের দিন কথা বলেছেন। তিনি বলেন,‘ এখন পর্যন্ত অবশ্যই (ক্যারিয়ারের সবচেয়ে বড় সিরিজ কিনা?)। তারা বিশ্বের অন্যতম সেরা দল ও বিশ্ব চ্যাম্পিয়ন। তাদের বিপক্ষে খেলা আমাদের জন্য বলব যে অনেক বড় একটা অভিজ্ঞতা পুরো দলের জন্য। এবং আমরাও যেভাবে খেলে আসছি গত ৬-৭ মাস… তারা অবশ্যই সহজভাবে আমাদেরকে নেয়নি। সেটা বোঝা যায় তাদের স্কোয়াড দেখেই। বিশ্বকাপও এখানে। সবকিছু মিলিয়ে অবশ্যই যতগুলো সিরিজ খেলছি ভারত বলেন, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, তারাই সবচেয়ে ভালো দল।’

জ্যোতি আরও ভাল কিছু আশা করেন। তিনি যোগ করেন,‘ প্রথমত এখন যেহেতু অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলব, তাই এখন এখানেই ফোকাস বেশি। আইসিসি সার্কেলের মধ্যে আমরা আছি। প্রত্যেকটা পয়েন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা সবাই চাই যেন কোনো কোয়ালিফাই রাউন্ড যেন আমাদের খেলতে না হয়। আমার মনে হয় প্রত্যেকটা খেলোয়াড়ের মনোযোগ এখানে সবথেকে বেশি। আমরা যতটা বেশি পয়েন্ট লুফে নিতে পারি সেটা হোমে হোক আর অ্যাওয়েতে হোক।’ 

Link copied!