চ্যাম্পিয়নস লিগ থেকে বার্সেলোনার বিদায়

রেফারিকে দুষলেন জাভি

স্পোর্টস ডেস্ক

এপ্রিল ১৭, ২০২৪, ১২:৩৩ পিএম

রেফারিকে দুষলেন জাভি

বার্সেলোনা চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে। মঙ্গলবার তারা প্যারিস সেইন্ট জার্মেইয়ের কাছে হেরেছে। এই মৌসুমের পর বার্সেলোনায় থাকছেন না কোচ জাভি। ফলে তার আবেগের ম্যাচ ছিল। আর এ ম্যাচে বার্সা ১-০ তে লিড নেয়। দু লেগ মিলিয়ে ৪-২ লিড। আরাজু লাল কার্ড দেখার পর ভোল পাল্টে যায়। জাভি দাবি করেছেন, রেফারির ভুলের জন্য তাদের বিদায় নিতে হয়েছে। 

১০ জনের বার্সেলোনার বিপক্ষে জেগে ওঠে পিএসজি। আর তারা সফলও হয়। ৪-১ গোলে ম্যাচ জেতে তারা। দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধান। 

জাভি ম্যাচ শেষে অভিযোগ জানান। তিনি বলেন,‘ রেফারি সত্যিই খারাপ ছিল। আমি তাকে বলেছিলাম, তিনি একজন বিপর্যয়কারী ছিলেন। তিনি ম্যাচের ফলাফলকে শেষ করে দিয়েছেন। আমি রেফারিদের বিপক্ষে কথা বলতে পছন্দ করি না। কিন্তু এটা বলতে হবে। আমি এটা বুঝতে পারছি না।’

 

Link copied!