লা লিগা

ইয়ামালের জোড়া গোল ও বার্সেলোনার জয়

স্পোর্টস ডেস্ক

সেপ্টেম্বর ১৫, ২০২৪, ০৫:২০ পিএম

ইয়ামালের জোড়া গোল ও বার্সেলোনার জয়

লামিন ইয়ামালের পাশাপাশি গোলে রবিবার লা লিগার ম্যাচের সফল ছিলেন ডেনি অলমো। ছবি : এক্স

লা লিগায় চমৎকার জয় পেয়েছে বার্সেলোনা। রবিবার তারা ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে গিরোনাকে। এই ম্যাচে জোড়া গোল করেছেন হালের তারকা লামিন ইয়ামাল।

এছাড়া অপর দুটি গোল করেছেন ডেনি অলমো ও পেদ্রি। তবে ৮৬ মিনিটে ফেরান তোরেস লাল কার্ড নিয়ে মাঠ ছেড়েছে। বার্সার অস্বস্তি এখানে। 

চলতি মৌসুমে ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রিয়াল মাদ্রিদ। 

Link copied!