তুমি আমার গল্পের নায়ক, মাহমুদউল্লাহর উদ্দেশ্যে ছেলে রাইদ

মুবিন আহমেদ

নভেম্বর ২, ২০২৩, ০৩:০৬ পিএম

তুমি আমার গল্পের নায়ক, মাহমুদউল্লাহর উদ্দেশ্যে ছেলে রাইদ

ব্যাটিং নিয়ে দিনের পর দিন কাজ করে গেছেন মাহমুদউল্লাহ। সংগৃহীত ছবি

ফিটনেস ও ধারাবাহিকতার অজুহাত দেখিয়ে বালাদেশ দল একের পর এক সিরিজে বসিয়ে রেখেছিল মাহমুদউল্লাহ রিয়াদকে। এতে করে বিশ্বকাপে খেলার সুযোগ পাবেন কি না, তা নিয়েও তৈরি হয়েছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত নানা নাটকীয়তায় অবশ্য সুযোগ পেয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার।

লিটন, শান্ত, সাকিব ও মুশফিকসহ সব ব্যাটার ধারাবাহিকভাবে যখন ব্যর্থ, তখন একাই দলকে লজ্জার হাত থেকে বাঁচাচ্ছেন একজনই। ব্যাটিংয়ের মাধ্যমে বাতিলের খাতায় ফেলে দেওয়া কর্তাব্যক্তিদের যথাযথ জবাব দিচ্ছেন  মাহমুদউল্লাহ। নিজের ব্যাটিং নিয়ে দিনের পর দিন কাজ করে গেছেন নিরবে-নিভৃতে। যার সুফল বিশ্বকাপে ব্যাট হাতে পাচ্ছেন মাহমুদউল্লাহ।

বিশ্বকাপে তাঁকে এভাবে ফিরে পেতে অনেকেই অনুপ্রেরণা জুগিয়েছেন। সেই অনুপ্রেরণা জোগানোর তালিকায় আছেন মাহমুদউল্লাহ রিয়াদের বড় ছেলে রাইদও। বিশ্বকাপ শুরুর পর এক ভিডিওবার্তায় বাবাকে অনুপ্রেরণা দিয়েছিলেন তার ছেলে রাইদ। 

সম্প্রতি সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন মাহমুদউল্লাহপত্নী জান্নাতুল কাওসার মিষ্টি। ড্রেসিংরুমে এই ভিডিও দলের সদস্যদের নিয়ে একসঙ্গে বসে দেখেছেন মাহমুদউল্লাহ।

ভিডিওটি প্রকাশ করে মিষ্টি লেখেন, ‘এভাবেই রাইদ তার বাবাকে অনুপ্রাণিত করেছিলেন। এটা ছিল পুরোটাই চমক এবং টিম মিটিং রুমে অনুপ্রেরণা হিসেবে দেখানো হয়েছে! আলহামদুলিল্লাহ সে এই বিশ্বকাপকে বিশেষ করে তুলতে পারে, মাশাআল্লাহ!’

ভিডিওতে বাবা মাহমুদউল্লাহর উদ্দেশ্যে ছেলে রাইদকে বলতে শোনা যায়, ‘আমি জানি তুমি এই বিশ্বকাপটাকে স্পেশাল করে রাখতে চাও। আমি বিশ্বাস করি তুমি পারবে। শুভকামনা বাবা, তুমি আমার গল্পের নায়ক।’

Link copied!