অল্পের জন্য বিশ্ব রেকর্ড হাতছাড়া

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৯, ২০২১, ০৫:২৭ এএম

অল্পের জন্য বিশ্ব রেকর্ড হাতছাড়া

মাত্র ৪ রান হলেই বিশ্বরেকর্ডে নাম লেখাতেন মাহমুদউল্লাহ রিয়াদ ও তাসকিন আহমেদ। হতে হতেও হলো না শেষ পর্যন্ত। জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে টেস্টের দ্বিতীয় দিন নবম উইকেট ১৯১ রান তোলেন দুজনে। এর আগে সর্বোচ্চ ১৯৫ রান ছিল দুই প্রোটিয়া ব্যাটসম্যানের। নিম্নে পাঠকদের জন্য বিশ্বের সেরা ৫ জুটির নাম নাম দেওয়া হলো। 

টেস্টে নবম উইকেটে বিশ্বসেরা পাঁচ জুটি 

মার্ক বাউচার-প্যাট সিমকক্স- ১৯৫ রান (দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, জোহেন্সবার্গ, ১৯৯৮)

মাহমুদউল্লাহ রিয়াদ- তাসকিন আহমেদ - ১৯১ রান (বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে, হারারে, ২০২১)

আসিফ ইকবাল-ইন্তিখাব আলম- ১৯০ রান (পাকিস্তান বনাম ইংল্যান্ড, দ্য ওভাল, ১৯৬৭) 

মাহমুদউল্লাহ রিয়াদ-আবুল হাসান রাজু- ১৮৪ রান (বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ, খুলনা, ২০১২)

জেপি ডুমিনি- ডেল স্টেইন- ১৮০ রান (দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া, মেলবোর্ন, ২০০৮)

Link copied!