অসাধারণ ক্যারিয়ারের জন্য তামিমকে শুভেচ্ছা জানালো লর্ডস

স্পোর্টস ডেস্ক

জুলাই ৭, ২০২৩, ০২:৪২ এএম

অসাধারণ ক্যারিয়ারের জন্য তামিমকে শুভেচ্ছা জানালো লর্ডস

সংগৃহীত ছবি

দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি আচমকাই ঘোষণা করলেন বাংলাদেশ ক্রিকেট দলের তারকা ওপেনার তামিম ইকবাল। 

বৃহস্পতিবার (৬ জুলাই) সংবাদ সম্মেলন ডেকে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা এই তারকা।

ফিটনেসের কারণে সাম্প্রতিক সময় ভালো না কাটছে তার। আফগানিস্তানের বিপক্ষে সবশেষ ম্যাচে খানিকটা আনফিট ছিলেন তিনি। সদ্য সাবেক অধিনায়কের এমন আচরণে হেড কোচ থেকে শুরু করে ক্ষোভ প্রকাশ করেছেন খোদ বিসিবি প্রেসিডেন্টও। ধারণা করা হচ্ছে, সেই অভিমান থেকেই সরে গেছেন চট্টগ্রাম থেকে উঠে আসা এই তারকা।

তামিমের সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স অবশ্য তাঁর পুরো ক্যারিয়ারকে প্রতিনিধিত্ব করে না। তরুণ তামিমের অনবদ্য অনেক ইনিংসের ছবি এখনও ভক্তদের স্মৃতির ঘরে অমলিন। তেমনই এক ইনিংস তামিমের প্রথম লর্ডস সেঞ্চুরি।

২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ক্রিকেটের তীর্থভূমি লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে দুর্দান্ত এক টেস্ট সেঞ্চুরি করেছিলেন তামিম। তাঁর সেই সেঞ্চুরি এখনও চোখে লেগে আছে অনেক ক্রিকেটভক্তের। ইংলিশ তারকা বোলারদের নাস্তানাবুদ করে তরুণ তামিমের সেঞ্চুরি উদযাপনও ছিল বিশেষ। সেই সেঞ্চুরি এবং উদযাপনের ভিডিও দিয়েই তামিমকে বিদায়ী সংবর্ধনা জানালো লর্ডস ক্রিকেট গ্রাউন্ড।  

বৃহস্পতিবার তামিমের অবসর ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে বিদায়ী সংবর্ধনা জানিয়েছেন সতীর্থদের অনেকেই। তারকা ক্রিকেটারকে বিদায়ী বার্তা দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও। সেই তালিকায় এবার যুক্ত হয়েছে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডও।  

লর্ডসে সেঞ্চুরি যেকোনো ক্রিকেটারের জন্যই বিশেষ আনন্দের উপলক্ষ্য। তামিমের উদযাপনেও ছিল সেই ছাপ। সেঞ্চুরি করে লর্ডসের অনার্স বোর্ডে তার নাম লেখানোর ইশারা করেছিলেন তিনি। ঐতিহাসিক সেই সেঞ্চুরির চুম্বক অংশ এবং উদযাপনের ভিডিও দিয়ে তামিমের বিদায়বেলায় শুভেচ্ছা জানিয়েছে লর্ডস ক্রিকেট গ্রাউন্ড। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে সেই ভিডিও দিয়ে তারা লিখেছে, ‍‍`অসাধারণ ক্যারিয়ারের জন্য শুভেচ্ছা, তামিম ইকবাল।‍‍`

এর আগে দুপুর দেড়টায় চট্টগ্রামে সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। এদিন ১৮ মিনিটের বক্তব্যের শুরুতেই জনপ্রিয় এই ক্রিকেটার বলেন, ‘গতকাল (বুধবার) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিই আমার শেষ আন্তর্জাতিক খেলা। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে এই মুহূর্তে অবসরের ঘোষণা দিলাম। এই সিদ্ধান্তটি আমি হুট করে নেইনি। আমি গত কয়েক দিন থেকে এটা ভাবছিলাম। আমি পরিবারের সঙ্গেও কথা বলেছি। আমি মনে করি এটাই সঠিক সময় সিদ্ধান্ত নেয়ার।’

Link copied!