অ্যান্টিগার সাগরপাড়ে টাইগারদের অন্য রকম দিন

ক্রীড়া ডেস্ক

জুন ৮, ২০২২, ০৬:১৫ এএম

অ্যান্টিগার সাগরপাড়ে টাইগারদের অন্য রকম দিন

ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পৌঁছে গতকাল অন্যরকম দিন কাটিয়েছে নাজমুল হোসেন শান্ত , খালেদ আহমেদ, মাহমুদুল হাসান জয় ও ইবাদত হোসেনরা। অ্যান্টিগাতে নীল সাগরের পাশে ভলিবল খেলার পাশাপাশি বোটেও চড়েছেন টেস্ট দলের সদস্যরা। 

বাংলাদেশ থেকে টেস্ট দলের কয়েকজন সদস্য আগে রওনা হন। মুমিনুল হকরা তাই আগে পৌঁছে গেছেন। আজ কোনো ট্রেনিং সেশন ছিল না। আর মিডিয়া এখনও গিয়ে পৌঁছায়নি। ফলে সে চাপও নেই। 

ক্যারিবিয়ান দ্বীপে তাই ফুরফুরে মেজাজে ছিলেন মুমিনুলও। নারিকেল বীথি ও নীল সাগরের পাশে মুমিনুলরা বেশ হাসিখুশি ছিলেন। সারাদিন এভাবেই কেটেছে। হেসে-খেলে ছবি তুলে দিন কাটিয়েছেন তারা। সাধারণত ট্যুরে এমন দিন পাওয়া ভাগ্যের বিষয়ই বটে। বিশেষ করে মিডিয়ার চাপ তো রয়েছেই। মুমিনুলের জন্য এই ব্রেকটা বেশ জরুরি ছিল। তার ব্যাটিংটাই টেস্টে আমাদের জন্য জরুরি। 

ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ ২টি টেস্ট, ৩টি টি টোয়েন্টি ও সমান তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে। আগামী ১৬ জুন প্রথম অ্যান্টিগাতে প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে। 

 

 

Link copied!