অবসরের ঘোষণা দিয়ে কান্নায় ভেঙে পড়লেন তামিম

স্পোর্টস ডেস্ক

জুলাই ৬, ২০২৩, ০১:২৬ পিএম

অবসরের ঘোষণা দিয়ে কান্নায় ভেঙে পড়লেন তামিম

সংগৃহীত ছবি

সকাল বেলা হঠাৎই তামিম ইকবালের সংবাদ সম্মেলনের ঘোষণা। বিসিবি বা দলের মাধ্যমে নয়, এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত উদ্যোগে। সে থেকে শুরু হয় গুঞ্জন- তামিম ইকবাল অবসর নিচ্ছেন বা অধিনায়কত্ব ছাড়ছেন। ১২টার বদলে যখন ১টা ৩০ এ সংবাদ সম্মেলন নিয়ে যান, তখন মনে হয়েছে সিদ্ধান্ত হয়তো বদলে ফেলেছেন। কিন্তু না। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েই ফেললেন তিনি। আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়ে দিলেন অবসরের ঘোষণা।

বৃহস্পতিবার (৬ জুলাই) চট্টগ্রামের বন্দরনগরীর জুবিলি রোডের ‘টাওয়ার ইন’ হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়ে কোনো প্রশ্নের উত্তর দিলেন না বাংলাদেশ ক্রিকেটের এই কাণ্ডারী। সৎ থেকে পুরো ক্যারিয়ারে সেরাটা দেয়ার চেষ্টা করেছেন জানালেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডের অধিনায়ক।

১৬ বছর দাপটে ক্রিকেট খেলেছেন। তারপর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝেই সংবাদ সম্মেলন ডেকে তামিম বললেন, ‘জেন্টলম্যান, আই হ্যাভ অলরেডি প্লেইড মাই লাস্ট ম্যাচ।’

এর আগে তামিম গতকাল রাতে চট্টগ্রামে জানান, আজ বেলা ১২টায় মিডিয়ার সাথে কথা বলবেন। পরে জানানো হয় সেটা ১টা ৩০ মিনিটে। আর তখনই আসলে বোঝা যাচ্ছে, তামিমকে ক্রিকেট ছাড়তে নয়। অধিনায়কত্ব ছাড়তে বলা হতে পারে। অনেকে ধারণা করেছিলেন ক্রিকেটকেই বিদায় বলে দেবেন।

এর আগে ২০২২ সালের ১৬ জুলাই হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে টি টোয়েন্টি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তামিম। এরপর দেশের হয়ে টেস্ট ও ওয়ানডে ক্রিকেট খেলে যাচ্ছিলেন।

২০০৭ সালের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে খেলে আন্তর্জাতিক ক্রিকেটে নাম লেখান তামিম। এর মাঝে কেটে গেছে ১৬ বছর। এর মধ্যে ওয়ানডেতে খেলেছেন ২৪১টি ম্যাচ। ৩৬.৬২ গড়ে রান করেছেন ৮ হাজার ৩১৩।  পাশাপাশি টেস্টে ৭০ ম্যাচে ৩৮.৮৯ গড়ে করেছেন ৫ হাজার ১৩৪ রান। আর ৭৮ টি টোয়েন্টি খেলে ২৪.০৮ গড়ে ১ হাজার ৭৫৮ রান করে গত বছর অবসর নেন।   

Link copied!