লিটন দাস ও মুুমিনুল যেভাবে খেলছিলেন। সেজন্য সেঞ্চুরিটি তার পাওনা ছিল। কিন্তু হলো না। অবশ্য বাংলাদেশ কক্ষপথেই রয়েছে। ৭৩ রানের লিড চলে এসেছে। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের জবাব ভালভাবেই দিচ্ছেন মুমিনুলরা। আজ প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ৪০১ রান বাংলাদেশের।
মুমিনুল ৮৮ ও লিটন দাস ৮৬ রানে আউট হন। দুজনই সেঞ্চুরি ডিজার্ভ করেন। এখন উইকেটে অপরাজিত আছেন ইয়াসির আলী রাব্বি ১১ ও মিরাজ ২০ রানে। নিউজিল্যান্ড প্রথম ইনিংসে করেছিল ৩২৮ রান। তবে এই ম্যাচে ফল আসবে কিনা সেটা নির্ভর করছে নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের ওপর।
আজ মাউন্ট মঙ্গানুইয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ স্বস্তি নিয়ে। মুমিনুল তখন ৬১ ও লিটন ৫১ রানে খেলছিলেন। বাংলাদেশ ৪ উইকেটে ৩০৭ রানে পৌঁছে যায়। আর ২১ রানে পিছিয়ে ছিল টাইগাররা।
এই ম্যাচে টসে জিতে ফিল্ডিং নিয়েছিলেন মুমিনুল। এখন আরো লিডের আশায় বাংলাদেশ।
এর আগে দিনের শুরুতে মাহমুদুল হাসান জয় ৭৮ রানে আউট হন। আর মুশফিক ফিরেছেন ১২ রানে বোল্ড হয়ে। তবে মুমিনুল দুটি জীবন পেয়েছেন শুধু আজ সকালে। একবার তার ক্যাচ ড্রপ করেছেন জেমিসন। আর বার নো বলে বেঁচে গেছেন নিশ্চিত আউট থেকে।