ইনস্টাগ্রামে ক্রীড়া তারকাদের উপস্থিতি নতুন কিছু নয়। নিজের দৈনন্দিন জীবনে কী হচ্ছে না হচ্ছে সে সম্পর্কে সামাজিক যোগাযোগের এই মাধ্যমে আজকাল পোস্ট করতে বেশ পছন্দ করেন তারকারা। এদিকে, বিশ্বকাপ জেতার পর মেসিও ইনস্টাগ্রামে বেশ একটিভ। পোস্ট করেছেন বিশ্বকাপ জয় এবং তার পরের বিভিন্ন মুহূর্তের কিছু ছবি। কিছু ছবি আবার রয়েছে বিজ্ঞাপনী প্রচারের। সব মিলিয়ে ইনস্টাগ্রামের পোস্টগুলি থেকে বিরাট পরিমাণ অর্থ উপার্জন করেছেন মেসি। সম্প্রতি সেই অর্থের পরিমাণ প্রকাশ করা হয়েছে।
বিশ্বকাপ জয়ের পর ট্রফি তোলা হাতের একটি ছবি পোস্ট করেছিলেন মেসি। সেই ছবিটি দু’দিনের মধ্যে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ‘লাইক’ পায়। এখনও পর্যন্ত তাতে ‘লাইক’ করেছেন সাত কোটি ৪০ লক্ষ মানুষ। এ ছাড়াও বিভিন্ন সংস্থার হয়ে ইনস্টাগ্রামে পোস্ট করে প্রচার করেছেন মেসি। এই মুহূর্তে তাঁর ৪১ কোটির বেশি ফলোয়ার রয়েছে। সেই পরিমাণ সমর্থকের কাছে পৌঁছানোর জন্য পোস্টপিছু মোটা অর্থ পান মেসি।
এক ওয়েবসাইট জানিয়েছে, প্রতি পোস্টের জন্য প্রায় ১৫ কোটি টাকা করে পান মেসি। সেই অনুযায়ী বিশ্বকাপের পর থেকে করা সব পোস্ট মিলিয়ে প্রায় ৯ মিলিয়ন পাউন্ড বা ৮৮ কোটি টাকা রোজগার করেছেন মেসি। প্যারিস সঁ জরমঁ থেকে বছরে ৩০৩ কোটি টাকা আয় করেন মেসি। সেই তুলনায় শুধুমাত্র বিজ্ঞাপন থেকে কয়েক দিনের মধ্যে ৮৮ কোটি টাকা আয় নেহাত কম বলা চলে না।