ডিসেম্বর ১৯, ২০২২, ১০:১২ এএম
হাড্ডাহাড্ডি লড়াই, অবশেষে বিশ্বকাপ গেল যাদুকর মেসির হাতেই। মেসি এবার বিশ্বকাপটা যেভাবে শুরু করেছিলেন তাতে তার মনে হচ্ছিল এবারের বিশ্বকাপটি হয়তো তিনি পাবেন। দলকে বিশ্বকাপ জিতিয়ে মেসিও সেটি বললেন।
আর্জেন্টিনার একটি সংবাদমাধ্যমে মেসি বলেছেন, অবিশ্বাস্য লাগছে। যা হয়েছে সেটা বিশ্বাসই করতে পারছি না। ঈশ্বর হয়তো আমার হাতেই বিশ্বকাপটা দেখতে চেয়েছিলেন। মনেও হচ্ছিল যে আমাদের হাতেই কাপটা উঠবে। আগে অনেক কষ্ট সইতে হয়েছে আমাদের। সব কষ্টের শেষ হলো আজ।
এমন জয়ের রাতে আর্জেন্টাইন সমর্থকদের কথাও ভোলেননি মেসি। তিনি বলেন, ‘আমি আর্জেন্টাইনদের সঙ্গে উৎসব করতে মুখিয়ে আছি।’
বিশ্বকাপ জেতাই তার যে স্বপ্ন ছিল, এটা নির্দ্বিধায় বলে দিয়েছেন মেসি। তার কথায়, যেকোনো ফুটবলারের কাছে দেশের হয়ে বিশ্বকাপ জেতাই একমাত্র স্বপ্ন থাকে। যা কিছু আজ পর্যন্ত অর্জন করেছি, তার জন্য আমি ভাগ্যবান। একমাত্র বিশ্বকাপটাই আমার ঘরে ছিল না। সেটাও এসে গেল।