লিওনেল মেসির ব্যালন ডি অর ট্রফি আছে সবচেয়ে বেশি। আর সংখ্যা ৬টা। ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে একটা বেশি। তবে এ বছর ব্যবধান আরও বাড়িয়ে নেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে মেসির। কোপা দেল রে ছাড়া কিছুই জিততে পারেননি। লা লিগার সর্বোচ্চ গোলদাতা হয়ে আবারও পিচিচি ট্রফি জিতেছেন। আবার কোপা আমেরিকা জিতেছেন আর্জেন্টিনার হয়ে। দেশের হয়ে শিরোপা জেতায় সম্ভাবনা বেড়ে গেছে। সেক্ষেত্রে সপ্তম ব্যালন ডি‘অর জয়ের পথে বলাই যায়।
আলবিসেলেস্তেদের নতুন করে শিরোপার স্বাদ পাইয়ে দিয়েছেন লিওনেল মেসি। পাশাপাশি নিজেও পেয়েছেন ক্যারিয়ারের প্রথম কোনো আন্তর্জাতিক মেজর ট্রফি। ৪ গোল আর ৫ অ্যাসিস্টে এবারের কোপা আমেরিকায় দলের ১২ গোলের ৯টিতে অবদান রাখা মেসি, একইসঙ্গে জিতেছেন আসরের সর্বোচ্চ গোলদাতার গোল্ডেন বুট আর সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল অ্যাওয়ার্ড। এ অর্জনই এলএমটেনকে এগিয়ে রাখছে ব্যালন ডি অর জয়ের রেইসে।
ইউরো জিততে পারলে জোর গলায় একই দাবি তুলতে পারতেন হ্যারি কেইন। ওয়েম্বলির ফাইনালে ইতালির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে ইংল্যান্ডের। আসরে ৪ গোল করলেও শূন্য হাতে ফেরায় ব্যালন ডি'অরের রেইসে খানিকটা পিছিয়ে গেছেন টটেনহ্যামের ইংলিশ ফরোয়ার্ড।
ব্যর্থ এক ইউরো সত্ত্বেও তালিকা থেকে ছেঁটে ফেলা যাচ্ছে না রবার্ট লেওয়ানডস্কির নাম। বুন্দেস লিগার চ্যাম্পিয়ন ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে ২৯ ম্যাচে রেকর্ড ৪১ গোল পোলিশ ফরোয়ার্ডকে রেখেছে আলোচনায়।