ক্যাদিজের সঙ্গে ড্র, চাকরি হুমকিতে কোম্যানের

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৪, ২০২১, ০৫:১৩ এএম

ক্যাদিজের সঙ্গে ড্র, চাকরি হুমকিতে কোম্যানের

লা লিগায় পিছিয়ে থাকা ও খর্ব শক্তির দল ক্যাদিজের সঙ্গে বৃহস্পতিবার রাতে গোলশূন্য ড্র করেছে বার্সেলোনা। ফলে সম্প্রতি পারফরম্যান্স ও গত মৌসুমে অর্জনের খাতা প্রায় শূন্য থাকায় চাকরি হারাতে পারেন বর্তমান কোচ রোনাল্ড ক্যোমান। 

ম্যাচের ৬৫ মিনিটে ফ্রাঙ্কি ডি ইয়ং লাল কার্ড দেখেন। বার্সেলোনা ১০ জনের দল হয়ে যায়। আর ১০ জনের দল নিয়ে বার্সেলোনা আক্রমণে সেভাবে চেপে বসতে পারেনি ক্যাদিজের ওপর। 

চলতি মৌসুমে ৫টি ম্যাচ খেলেছে বার্সেলোনা। আর তাদের পয়েন্ট ৯। পয়েন্ট টেবিলে অবস্থান ৭ নম্বর। শীর্ষে রিয়াল মাদ্রিদ ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে। সব মিলিয়ে প্রচন্ড চাপে লিওনেল মেসিবিহীন বার্সেলোনা। 

লিওনেল মেসি চলে গেছেন পিএসজিতে। কোম্যান কোচ হিসেবে মেসি থাকা অবস্থায় কিছু জিততে পারেননি। আর চলে যাওয়ার পর আরো তোপেও মুখে তিনি। বার্সেলোনার সভাপতি লাপোর্তের সঙ্গে তার সম্পর্কের অবনতির খবর বার্সেলোনায় মুখে মুখে রটে গেছে। এমন সময় এই ড্র কোম্যানের চাকরিকে হুমকির মুখে ফেলে দিল। 

 

Link copied!