৫ জুলাই প্রথম ওয়ানডে

চট্টগ্রামে আফগানিস্তান ও বাংলাদেশ ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক

জুলাই ২, ২০২৩, ০৬:০১ এএম

চট্টগ্রামে আফগানিস্তান ও বাংলাদেশ ক্রিকেট দল

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে চট্টগ্রামে পৌঁছে গেছে বাংলাদেশ ও আফগানিস্তান দল। ঈদের ১ দিন পরেই ব্যস্ততা শুরু। এ শহরে ওয়ানডে সিরিজ শেষে আবার যাত্রা সিলেটে। সেখানে ৩ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ রয়েছে। 

বাংলাদেশ সফরে বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আগামী অক্টোবরে ভারতের মাটিতে শুরু হতে যাওয়া বিশ^কাপের প্রস্তুতি শুরু করতে চায় আফগানিস্তান। ভারতীয় সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন আফগান অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদি।
আইসিসি সুপার লিগে দুর্দান্ত পারফরমেন্স করে দুই সাবেক বিশ^ চ্যাম্পিয়ন শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজের মত দলকে পেছনে ফেলে বিশ^কাপে সরাসরি খেলা নিশ্চিত করে আফগানিস্তান। ১৫ ম্যাচে ১১ জয়, ৩ হার ও ১টি পরিত্যক্ত ম্যাচের কারনে ১১৫ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থান নিয়ে বিশ্বকাপ খেলছে আফগানরা।
আগামী বিশ্বকাপ নিয়ে পরিকল্পনার নকশা সাজিয়ে রেখেছে আফগানিস্তান।  বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েই বিশ^কাপের প্রস্তুতি শুরু করতে চায় আফগানরা।
ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে আফগানিস্তান অধিনায়ক শাহিদি বলেন, ‘এশিয়া কাপ বড় ইভেন্ট এবং আমরা যদি এই প্রতিযোগিতায় ভালো করি তাহলে বিশ্বকে বার্তা দিতে পারবো, আমরা বিশ্বকাপের জন্য আসছি। এশিয়া কাপে ভালো করতে আমরা অনেক বেশি আত্মবিশ্বাসী এবং এই আত্মবিশ্বাসটা বিশ্বকাপে নিয়ে যেতে চাই। আমরা বাংলাদেশ সিরিজের দিকে তাকিয়ে আছি। কারণ বিশ^কাপের আগে এখন থেকে প্রতিটি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে।’

Link copied!