জয়ের দেখা পেল ম্যানচেস্টার ইউনাইটেড

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৩, ২০২২, ১০:২১ এএম

জয়ের দেখা পেল ম্যানচেস্টার ইউনাইটেড

আগামী মৌসুমের উয়েফা চ্যাম্পিয়নস লিগের টিকিট কাটতে ম্যানচেস্টার ইউনাইটেডকে শুধু জিতলেই চলবে না। তাকিয়ে থাকতে হবে লন্ডনের ক্লাবগুলোর দিকে। আপাতত আশা বাঁচিয়ে রাখতে নিজেদের কাজ কিছুটা হলেও এগিয়ে রাখল রেড ডেভিলসরা। তিন ম্যাচ পর ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরল তারা। অবশ্য খাতা কলমে আশা থাকলেও বাস্তবতা বলছে রোনালদোর আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলা হচ্ছে না। 

সোমবার রাতে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ব্রেন্টফোর্ডকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। লিগে টানা দুই হার ও এক ড্রয়ের পর জয়ে ফিরল তারা। লিগের চলতি মৌসুমে এটা তাদের ১৬তম জয়। এই জয়ের পরও ৩৬ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ছয়ে থাকল রালফ রাংনিকের দল।

রোনালদোদের চেয়ে দুই ম্যাচ কম খেলে ৬১ পয়েন্ট নিয়ে টটেনহাম হটস্পার পাঁচে এবং ৬৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে আর্সেনাল। তিনে থাকা চেলসির সংগ্রহ ৬৬ পয়েন্ট। ৮২ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকল লিভারপুল। তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

আর্সেনাল কিংবা চেলসি বাকি চার ম্যাচের দুটিতে জিতলে অবশ্য ম্যানইউর চ্যাম্পিয়নস লিগে খেলার স্বপ্নটা শেষ হয়ে যাবে। তবে আপাতত নিজেদের কাজটা সেরে রাখতে চাইছেন ক্রিস্টিয়ানো রোনালদো অ্যান্ড কোং। সেলক্ষ্যে ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ম্যাচের শুরুতেই লিড নেন তারা।

নয় মিনিটে ব্রুনো ফার্নান্দেজ উচ্ছ্বাসে ভাসান স্বাগতিকদের। ২০২০ ফেব্রুয়ারিতে অভিষেকের পর পর্তুগিজ তারকা নিজে করেছেন ৩৬ গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন ২৫টি।

৬১ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। একটু পরই ম্যানইউর জয়ের ব্যবধান বাড়ান তার রিয়াল মাদ্রিদের সাবেক সতীর্থ রাফায়েল ভারানে।

Link copied!