তামিমের সেঞ্চুরি, কক্ষপথে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

জুলাই ২১, ২০২১, ০১:৩৩ এএম

তামিমের সেঞ্চুরি, কক্ষপথে বাংলাদেশ

ক্যাপ্টেনস নক যাকে বলে। তামিম ইকবাল হারারেতে আজ সেঞ্চুরি করেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলতে গিয়ে শতরান করেন বর্তমানে দলটির অধিনায়ক ও এই ওপেনার। বাংলাদেশও জয়ের পথেই রয়েছে। আর জয় পেলে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ। 

তামিমের ক্যারিয়ার সেরা ইনিংস জিম্বাবুয়ের সঙ্গে। আবার সর্বশেষ সেঞ্চুরিটিও এই দলের বিপক্ষে। সিলেটে ৬ মার্চ ২০২০ সালে সেঞ্চুরিটি করে খান সাহেব খ্যাত এই দেশসেরা ওপেনার। 

এই রিপোর্ট খেলা অবধি বাংলাদেশ ২৯.৩ ওভারে ১৮৩ রান তুলেছে ২ উইকেটে। ২৯৯ রানের লক্ষ্যে খেলছে টাইগাররা। 

৮৭ বলে সেঞ্চুরি পূরণ করেন তামিম। ক্যারিয়ারে ১৪টি সেঞ্চুরির ৪টিই জিম্বাবুয়ের সাথে। আর এক ইনিংসে ক্যারিয়ার সেরা সর্বোচ্চ ১৫৮ রানও জিম্বাবুয়ের বিপক্ষে। ৭টি চার ও তিনটি ছয়ে সেঞ্চুরিতে পৌঁছেও খেলতে থাকেন তামিম।  

২০০৭ সালের ফেব্রুয়ারিতে এই জিম্বাবুয়ের সাথে অভিষেক হয়েছিল তামিমের। আজকের ওয়ানডে ম্যাচটি ২১৯তম। ৩২ বছর বয়সী তামিম আর কত দূর যাবেন সেটাই দেখার ব্যাপার। 

Link copied!