দেশের টেস্ট না খেলে আইপিএল খেলবেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৯, ২০২১, ০৯:৫৪ পিএম

দেশের টেস্ট না খেলে আইপিএল খেলবেন সাকিব

দেশের হয়ে টেস্ট খেলতে চাচ্ছেন না সাকিব আল হাসান। আগামী এপ্রিলে যখন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল, ফিট থাকলে সাকিব আল হাসান তখন খেলবেন আইপিএলে। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট চলার সময় দেশের হয়ে টেস্ট খেলতে ইচ্ছুক নন বাংলাদেশের এই অলরাউন্ডার। টেস্ট সিরিজ থেকে ছুটি চাওয়ার পর অনেক আলোচনা করে সাকিবের ছুটি মঞ্জুর করেছে বিসিবি।

শুধু সাকিবকে নয়, ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে আরেক ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকেও। বিসিবি নাকি ছুটি দেওয়ার মানসিক প্রস্তুতিও নিয়ে রেখেছে। মুস্তাফিজ বা যে কেউ চাইলেই ছুটি দেওয়া হবে এমনটাই বলা হচ্ছে।

Image result for সাকিব আল হাসান টেস্ট

জাতীয় দলের খেলার সময় ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অনুমতি দেওয়া দেশের ক্রিকেটে খুব ভালো দৃষ্টান্ত হচ্ছে না, অনুধাবন করছেন বিসিবি কর্তারাও। তবে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানালেন, জোর করে কাউকে খেলাতে চায় না বোর্ড।

আকরাম খান গণমাধ্যমকে বলেছেন, ‘‘সাকিব আমাদের চিঠি দিয়েছে, সে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে চায় না। আমরা মিটিং করেছি, অনেক আলোচনা হয়েছে এটা নিয়ে। লম্বা মিটিং হয়েছে। বোর্ড আগেও নানা সময়ে নানাজনকে ছুটি দিয়েছে। তবে জাতীয় দলের খেলার সময় সাধারণত আমরা দিতে চাই না ছুটি। কিন্তু আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে, জোর করে কাউকে বাংলাদেশ দলে খেলা হবে না।”

Image result for সাকিব আল হাসান আইপএল

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ ও আইপিএল, কোনোটির সূচিই এখনও চূড়ান্ত হয়নি। তবে দুই টেস্টের সিরিজ খেলতে এপ্রিলে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরে যাওয়া অনেকটা নিশ্চিত। মে মাসে শ্রীলঙ্কা বাংলাদেশে আসবে  তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে। টেস্ট ম্যাচ দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, ওয়ানডে তিনটি আইসিসি ওয়ানডে লিগের। আইপিএলও এপ্রিল-মে মাসেই হবে, একরকম নিশ্চিত।

আকরা খানও আরও জানালেন, টেস্ট সিরিজে না খেললেও ওয়ানডে খেলবেন সাকিব।

Link copied!